এপেক সম্মেলনে যোগ দিতে ট্রাম্প দক্ষিণ কোরিয়া যাচ্ছেন 

বাসস
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৭:৩৩
ফাইল ছবি

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : আসন্ন এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে যোগ দিতে আগামী ২৯ অক্টোবর দক্ষিণ কোরিয়া যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

আজ বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ২৯ অক্টোবর দক্ষিণ কোরিয়া আসবেন বলে আশা করা হচ্ছে।’

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ফোরামের ফাঁকে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে পারেন। এই সম্মেলন চলবে ১ নভেম্বর পর্যন্ত।

সিউল জানিয়েছে, সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে বৈঠকের সম্ভাবনাও ‘উড়িয়ে দেওয়া যায় না’।

দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে উদ্ধৃত করে জানিয়েছে, ট্রাম্প ৩০ অক্টোবর পর্যন্ত দক্ষিণাঞ্চলীয় শহর গিওংজুতে অবস্থান করবেন বলে আশা করা হচ্ছে।

এ সময়ের মধ্যেই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত সপ্তাহে ট্রাম্প হুমকি দিয়েছেন, বেইজিংয়ের রেয়ার-আর্থ টেকনোলজি রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের প্রতিক্রিয়ায় তিনি সি চিনপিংয়ের সঙ্গে এপেক বৈঠক বাতিল করতে পারেন।

তবে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বুধবার সিএনবিসি’কে বলেছেন, ট্রাম্প এখনও সি চিনপিংয়ের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছেন।

ট্রাম্প আরও জানিয়েছেন, তিনি সম্ভবত এ বছরই আবারও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে চান। অন্যদিকে পিয়ংইয়ং জানিয়েছে, নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে কিম ভবিষ্যতে আলোচনায় বসতে আগ্রহী।

ট্রাম্পের প্রথম মেয়াদে দু’জনের মধ্যে তিন দফা বৈঠক হয়েছিল। তবে শেষ পর্যন্ত উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে কোনো স্থায়ী সমঝোতা হয়নি। এর পর থেকে পিয়ংইয়ং নিজেকে একটি ‘অপরিবর্তনীয়’ পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান শ্রম উপদেষ্টার
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ
সোবহানার হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ১৯৮ রান
লক্ষ্মীপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা
খুলনায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার সমাপনী 
কাভার্ডভ্যানে ইয়াবার চালান : চট্টগ্রামে চালক ও সহকারীর যাবজ্জীবন
মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সংসদ নির্বাচন বিষয়ে ইসির সমন্বয় সভা ২২ অক্টোবর
প্রাথমিকের সহকারী শিক্ষকদের দাবি নিয়ে মন্ত্রণালয়ে বৈঠক : আন্দোলন স্থগিত
ক্ষমতা লাভের জন্য কেউ যেন ধর্মকে ব্যবহার না করি : সালাহউদ্দিন
সিইপিজেড-এ আগুন নিয়ন্ত্রণে সেনা ও নৌবাহিনীর সহায়তা, ২৫ শ্রমিক উদ্ধার
১০