ঢাকা,১৬ অক্টোবর ২০২৫ (বাসস): চলতি বছরে জাপানে ভালুকের হামলায় রেকর্ড সংখ্যক সাতজন নিহত হয়েছেন, যা ২০০৬ সালে জরিপ শুরু হওয়ার পর সর্বোচ্চ বলে জানিয়েছেন দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
সম্প্রতি জাপানে বন্য ভালুকের উপস্থিতি বেড়েছে, এমনকি আবাসিক এলাকাতেও তাদের দেখা যাচ্ছে। এর পেছনে জনসংখ্যা হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের মতো কারণগুলোকে দায়ী করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে পরিবেশ মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা এএফপিকে বরেন , ২০০৬ সালে পরিসংখ্যান শুরু হওয়ার পর এক বছরে এটিই সর্বোচ্চ প্রাণহানির সংখ্যা, যা ২০২৩-২৪ অর্থবছরে পাঁচজন নিহতের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
এই বিবৃতির আগে নিশ্চিত করা হয় যে, গত সপ্তাহে উত্তরাঞ্চলীয় ইওয়াতে অঞ্চলে মৃত অবস্থায় পাওয়া এক ব্যক্তিকে ভালুক হত্যা করেছে।
মৃত্যুর ঘটনাগুলো ছাড়াও, চলতি অর্থবছরের শুরু এপ্রিল থেকে এখন পর্যন্ত অন্তত ১০৮ জন ভালুকের হামলায় আহত হয়েছেন।