ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্র কর্তৃক ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত একটি গ্যাংয়ের ২০ সদস্য কারাগার থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় গতকাল বুধবার গুয়াতেমালার প্রেসিডেন্ট সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আরো দুই শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন।
গুয়াতেমালা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট বার্নার্ডো আরেভালো বলেন, চলতি সপ্তাহে রাজধানীর পার্শ্ববর্তী একটি কারাগার থেকে ব্যারিও ১৮ গ্যাং সদস্য পালিয়ে যাওয়ার ঘটনায় রাজনৈতিক চাপের মুখে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিসকো জিমেনেজ এবং দুই উপমন্ত্রীর পদত্যাগ গ্রহণ করেছেন।