কেনিয়ার বিরোধীদলীয় নেতা রাইলা ওডিঙ্গা মারা গেছেন

বাসস
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ২১:১৮
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : কেনিয়ার বিরোধীদলীয় নেতা রাইলা ওডিঙ্গা গতকাল বুধবার ৮০ বছর বয়সে মারা গেছেন। ভারতের কেরালায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নাইরোবি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

তার মৃত্যুতে কেনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি মোট পাঁচবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রতিবারই হেরে গেছেন। সর্বশেষ ২০২২ সালে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

রাইলা ওডিঙ্গার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নাইরোবিতে তার বাসভবনে শত শত লোক জমায়েত হয়। অনেকেই হতবাক হয়ে পড়েন এবং শ্রদ্ধার প্রতীক হিসেবে গাছের ডাল সঙ্গে করে এনে সেগুলো নাড়াতে থাকেন। এসময় অনেকে ‘বাবা’ বলে চিৎকার করেন। ‘বাবা’ নামেই তিনি পরিচিত ছিলেন।

ভারতীয় পুলিশ এএফপিকে জানিয়েছে, তিনি আপন বোন, মেয়ে ও একজন ব্যক্তিগত চিকিৎসককে নিয়ে কেরালা রাজ্যের একটি আয়ুর্বেদিক ক্লিনিকে হাঁটছিলেন। এসময় তিনি হঠাৎ করে পড়ে যান।

কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো রাইলা ওডিঙ্গার মৃত্যুতে সাত দিনের জাতীয় শোক এবং রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার ঘোষণা দিয়েছেন।  তিনি ওডিঙ্গাকে ‘কেনিয়ার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক এবং আফ্রিকার শ্রেষ্ঠ সন্তান’ বলে অভিহিত করেছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দ্বীন প্রতিষ্ঠায় নারীদের ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে : ডা. শফিকুর রহমান
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন
মা ইলিশ সংরক্ষায় ৩৮ জেলার ১৭৮ উপজেলায় অভিযান: আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা
বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণপত্র পৌঁছে দিলেন ঐকমত্য কমিশনের সদস্যরা
বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক ঢাকায় জয়েন্ট কমিটির বৈঠক
নির্বাচনের প্রস্তুতি: ইসি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
৩১ অক্টোবরের মধ্যেই সরকারের কাছে সুনির্দিষ্ট, সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সুপারিশ দেয়া হবে: আলী রীয়াজ
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার
সুর ও ছন্দে ঢাবিতে শরৎ উৎসব উদযাপন
জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে উৎসবমুখর নির্বাচনের দিকে যাত্রা শুরু করবো: ফারুকী
১০