
ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৫ (বাসস): হামাস ইসরাইলের সঙ্গে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার প্রতিশ্রুতি বৃহস্পতিবার পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে জানায়, গাজায় নিহত ইসরাইলি বন্দিদের সব মরদেহ ফেরত দেওয়ার ব্যাপারেও তারা অঙ্গীকারবদ্ধ।
গাজা সিটি থেকে এএফপি এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে হামাস জানায়, ইসরাইলি বন্দিদের মরদেহ ফেরত দেওয়ার প্রক্রিয়াটি সময়সাপেক্ষ হতে পারে।
কারণ, তাদের কেউ কেউ দখলদার বাহিনীর ধ্বংস করা টানেলে সমাহিত। আবার অনেকের মরদেহ তাদেরই বোমা হামলায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নীচে।
ইসরাইল আগেই হুঁশিয়ারি দিয়েছে, যদি হামাস সব মরদেহ ফেরত না দেয়, তবে আবারও গাজায় সামরিক অভিযান শুরু করবে তারা।