কর্নেল র‌্যান্ড্রিয়ানিরিনা মাদাগাস্কারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন

বাসস
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১৫:২৭

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : সামরিক বাহিনীর কর্নেল মাইকেল র‌্যান্ড্রিয়ানিরিনা শুক্রবার মাদাগাস্কারের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। মাত্র কয়েকদিন আগে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর সাবেক প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা দেশ ছেড়ে পালিয়ে যান। 

মাদাগাস্কারের আন্তানারিভো থেকে এএফপি এ খবর জানায়।

এএফপি’র সাংবাদিকরা দেখেছেন, ক্যাপস্যাট সেনা ইউনিটের নেতৃত্বদানকারী র‌্যান্ড্রিয়ানিরিনা রাজধানী আন্তানারিভোতে দেশটির শীর্ষ আদালতে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণকরেন। 

শপথ গ্রহণের পর জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে কর্নেল বলেছেন, আজ আমাদের দেশের জন্য একটি ঐতিহাসিক মোড়। পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং তাদের মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসায় চালিত জনগণকে নিয়ে, আমরা আনন্দের সাথে আমাদের জাতির জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করছি। 

সাংবিধানিক আদালতের প্রধানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে সামরিক কর্মকর্তা, রাজনীতিবিদ, জেনারেল জেড যুব-নেতৃত্বাধীন প্রতিবাদ-বিক্ষোভ আন্দোলনের প্রতিনিধি এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া এবং ফ্রান্সসহ বেশ কয়েকটি বিদেশী প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

তিনি বলেছেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে, একটি সুন্দর সংবিধান প্রণয়ন করা। সেই সংবিধানের আলোকে নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য নতুন নির্বাচনী আইনের বিষয়ে একমত হতে জাতির সকল চালিকাশক্তির সাথে হাতে হাত মিলিয়ে কাজ করব’। 

রাজোয়েলিনাকে উৎখাতকারী বিক্ষোভে নেতৃত্ব দেয়া তরুণদের তিনি ধন্যবাদ জানান।

র‌্যান্ড্রিয়ানিরিনা বলেছেন, ‘আমরা অতীতের সাথে সম্পর্ক ছিন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ’। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০