কম্বোডিয়ায় আটক ৬০ দক্ষিণ কোরিয়ান নাগরিক দেশে ফিরছেন কাল

বাসস
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১৯:০০
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : কম্বোডিয়ায় সাইবার প্রতারণার অভিযোগে আটক ৬০ জন দক্ষিণ কোরিয়ান নাগরিককে শনিবার ভোরে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে সিউল। 

নমপেন তাদের নির্বাসনের পরিকল্পনা ঘোষণা করার একদিন পর আজ সিউলের এক কর্মকর্তা এ তথ্য জানান।

সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উই সুং-লাক এক সংবাদ সম্মেলনে বলেন, ‘কম্বোডিয়ার স্থানীয় সময় আজ রাত ১২টার দিকে অথবা কোরিয়ান সময় আগামীকাল ভোরে একটি চার্টার্ড বিমানে নমপেন থেকে ইনচনের উদ্দেশ্যে রওনা হবে ওই ৬০ জন কোরিয়ান নাগরিক। এ ব্যাপারে কম্বোডিয়া সরকারের সঙ্গে চূড়ান্ত আলোচনা চলছে।’

তিনি আরও জানান, ‘তাদের প্রায় সবাইকে অপরাধী সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাই যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের ফেরত পাঠানো হবে।’

দক্ষিণ কোরিয়া বুধবার একটি প্রতিনিধি দল কম্বোডিয়ায় পাঠায়, যারা ভুয়া চাকরি ও প্রতারণামূলক কেন্দ্রের মাধ্যমে দক্ষিণ কোরিয়ান নাগরিকদের অপহরণের বিষয়গুলো নিয়ে আলোচনা করে।

সিউলের সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, ওই দলের নেতৃত্বে আছেন উপ-পররাষ্ট্রমন্ত্রী কিম জিনা। তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ, বিশেষ করে অনলাইন কেলেঙ্কারির বিরুদ্ধে লড়াইয়ের যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনার জন্য সাক্ষাৎও করেছেন।

সিউল এর আগে জানিয়েছিল, কম্বোডিয়ায় কর্তৃপক্ষ ৬৩ জন দক্ষিণ কোরিয়ান নাগরিক আটক রয়েছেন এবং তাদের দেশে ফিরিয়ে আনা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০