শিকাগোতে ন্যাশনাল গার্ড মোতায়েনে স্থগিতাদেশ তুলে নিতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসনের আবেদন

বাসস
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১৩:১৫

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে ন্যাশনাল গার্ড মোতায়েনের ওপর নিম্ন আদালতের দেওয়া স্থগিতাদেশ তুলে নিতে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম শহর শিকাগোতে অপরাধ দমন এবং অভিবাসন সংস্থা ও তাদের স্থাপনাগুলোর সুরক্ষার জন্য শত শত ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা প্রয়োজন।

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি জেলা আদালতের বিচারক ন্যাশনাল গার্ড মোতায়েন ঠেকিয়ে দেন এবং বৃহস্পতিবার একটি আপিল আদালত এই স্থগিতাদেশ বহাল রাখে। এরপর ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগ জরুরি ভিত্তিতে রক্ষণশীলদের সংখ্যাগরিষ্ঠ সুপ্রিম কোর্টে আপিল করে।

তিন সদস্যের আপিল বেঞ্চ জানায়, ‘ডেমোক্রেট শাসিত ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোতে সেনা মোতায়েনের যৌক্তিকতা প্রশাসন যথাযথভাবে উপস্থাপন করতে পারেনি।’

রায়ে উল্লেখ করা হয়, ‘প্রেসিডেন্টের পরিস্থিতি মূল্যায়নে আমরা যথেষ্ট গুরুত্ব দিলেও, ইলিনয়ে বিদ্রোহ বা বিদ্রোহের আশঙ্কার পর্যাপ্ত প্রমাণ আমরা দেখতে পাইনি।’ 

আদালত রায়ে বলেছে, ‘ফেডারেল সরকারের অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদে অংশগ্রহণকারী বিক্ষোভকারীদের দৃঢ়, দীর্ঘস্থায়ী এবং মাঝে মাঝে সহিংস কার্যকলাপ শুধুমাত্র সরকারের কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহের হুমকি হিসেবে বিবেচিত হতে পারে না।’

সুপ্রিম কোর্টে দায়ের করা আবেদনে সলিসিটর জেনারেল জন সাউয়ার দাবি করেছেন, ‘শিকাগোতে ফেডারেল এজেন্টদের ‘জনতার সহিংসতার ক্রমাগত হুমকির মধ্যে কাজ করতে বাধ্য করা হচ্ছে।’

তিনি বলেন, ‘ন্যাশনাল গার্ড মোতায়েনের ওপর আদালতের স্থগিতাদেশ ‘প্রেসিডেন্টের কর্তৃত্বে অনুচিত হস্তক্ষেপ’ এবং ‘ফেডারেল কর্মী ও সম্পদের অপ্রয়োজনীয় ঝুঁকি সৃষ্টি করছে।’

ইলিনয় ও শিকাগো শহর ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন ঠেকাতে আদালতে মামলা করে। এবং একই ধরনের পদক্ষেপ নিয়েছে পশ্চিমাঞ্চলীয় রাজ্য ওরেগন, যেখানে ট্রাম্প প্রশাসন পোর্টল্যান্ডে ন্যাশনাল গার্ড পাঠাতে চেয়েছে।
ট্রাম্প প্রশাসনের ন্যাশনাল গার্ডের অস্বাভাবিক অভ্যন্তরীণ ব্যবহারের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ দায়েরকারী ইলিনয় এবং ওরেগন প্রথম রাজ্য নয়।

এই বছরের শুরুতে রিপাবলিকান প্রেসিডেন্ট লস অ্যাঞ্জেলেসে সেনাবাহিনী পাঠানোর পর, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ফেডারেল দমন অভিযানের ফলে সৃষ্ট বিক্ষোভ দমনে ডেমোক্র্যাট-শাসিত ক্যালিফোর্নিয়া মামলা দায়ের করে।

একটি জেলা আদালত সেটিকে অবৈধ ঘোষণা করলেও, আপিল আদালত ওই মোতায়েন চালিয়ে যাওয়ার অনুমতি দেয়।

শুক্রবার ইলিনয়ের বিচার বিভাগের আপিলের রায়টি প্রথমবারের মতো সুপ্রিম কোর্টকে অনুরোধ করছে। যেখানে রক্ষণশীলদের ৬-৩ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, এই বিষয়টি বিবেচনা করার জন্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণিত ছাড়া আধুনিক জীবন অচল : খুবি উপাচার্য
ওয়ানডে অভিষেক হল মাহিদুলের
হাইতির ওপর আরও এক বছরের অস্ত্র নিষেধাজ্ঞা 
বিএনপির ৩১ দফা বাস্তবায়ন দেশের উন্নয়নে গতিশীলতা আনবে : শামসুজ্জামান দুদু
৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে বিএনপির লিফলেট বিতরণ 
জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর : নির্বাচন কমিশনার
নাটোরে ‘স্কাউটস ওন’ অনুষ্ঠানে রোভারবৃন্দের শপথ
জুলাই সনদে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে ভোলাবাসী
মুন্সীগঞ্জে কাশফুলের বনে  প্রকৃতি প্রেমিকদের ভিড়
চট্টগ্রাম বন্দরে ট্রেইলার চলাচল বন্ধ
১০