হাইতির ওপর আরও এক বছরের অস্ত্র নিষেধাজ্ঞা 

বাসস
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১৪:৩৪

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শুক্রবার সর্বসম্মতিক্রমে হাইতির ওপর আরও এক বছরের জন্য অস্ত্র ও সামরিক সরঞ্জামের নিষেধাজ্ঞা দিয়েছে এবং দুই ব্যক্তিকে তাদের নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দেশটিতে সহিংসতা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ২০২২ সালে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। সে সময় দেশটিতে সন্ত্রাসী গোষ্ঠীর দৌরাত্ম্য বেড়ে ছিল। 

তবে পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে জানা গেছে।

প্রথমে এই নিষেধাজ্ঞা নির্দিষ্ট কিছু অস্ত্রের ওপর সীমাবদ্ধ ছিল। পরে তা সম্প্রসারিত হয়ে হাইতিতে সব ধরনের অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞায় পরিণত হয়। 

যদিও স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনী এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনীর জন্য কিছুটা ছাড় দেওয়া হয়েছে।

নিরাপত্তা পরিষদ সতর্ক করে বলেছে, চলমান গ্যাং সহিংসতা ‘আইনের শাসন ও মানবাধিকারের প্রতি সম্মানকে দুর্বল করছে, মানবিক সহায়তা প্রদানে বাধা সৃষ্টি করছে এবং মানবিক ও সামাজিক-অর্থনৈতিক দিক থেকে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলতে পারে।’

তবে নিষেধাজ্ঞাগুলোর কার্যকারিতা নিয়ে এখনও সন্দেহ রয়েছে।

আমেরিকা মহাদেশের সবচেয়ে দরিদ্র দেশ হাইতি দীর্ঘদিন ধরে হিংসাত্মক অপরাধী চক্রের হাতে ভুগছে। এই অপরাধী চক্রগুলো দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিরতার পটভূমিতে খুন, ধর্ষণ, লুটপাট ও অপহরণ করে যাচ্ছে।

২০২৪ সালের শুরুর দিকে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। যখন একটি সমন্বিত গ্যাং হামলা তৎকালীন প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরিকে পদত্যাগে বাধ্য করে।

জাতিসংঘ একইসঙ্গে নিষেধাজ্ঞার আওতায় ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দ করার সিদ্ধান্ত নিয়েছে। 

যার আওতায় দিমিত্রি হেরার্ড রয়েছেন। দিমিত্রি ২০২১ সালে নিহত প্রেসিডেন্ট জোভেনেল  ময়েসের নিরাপত্তা প্রধান ছিলেন এবং অন্যজন আর্জেন্টিন্স গ্যাং নেতা কেম্পেস সানোন।

যুক্তরাষ্ট্রও শুক্রবার হেরার্ড ও সানোনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে।

তারা এখন নিষেধাজ্ঞার তালিকায় থাকা আরও নয় ব্যক্তি ও দুটি গোষ্ঠীর সঙ্গে যুক্ত হলেন। এই তালিকায় কুখ্যাত গ্যাং জোট ভিভ আনসানম এবং জোটটির নেতা জিমি ‘বারবিকিউ’ চেরিজিয়ে রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে, রাত ৯টা থেকে ফ্লাইট চলাচল শুরু
বিমানবন্দরে আগুন : পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ৫ হাজার পুলিশ সদস্য
বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুনের ঘটনায় তারেক রহমানের উদ্বেগ প্রকাশ
বিমানবন্দরের অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে বশির, দ্রুত ফ্লাইট চলাচল পুনরায় শুরুর আশ্বাস
অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের বিবৃতি : নাশকতার প্রমাণ পাওয়া গেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে
ডিসেম্বরের প্রথমার্ধে সংসদ নির্বাচনের তফসিল : সিইসি 
রিশাদের দুর্দান্ত বোলিংয়ে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
শাহজালাল বিমানবন্দরে আগুন আংশিক নিয়ন্ত্রণে
প্রথম ফাইফার রিশাদের
প্রতিবন্ধী দাবা অলিম্পিয়াড খেলতে কাজাখস্তান গেল বাংলাদেশ দল
১০