ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : আকাশে একজন যাত্রীর লাগেজে থাকা ব্যাটারিতে আগুন ধরে যাওয়ার পর এয়ার চায়নার বাণিজ্যিক একটি বিমান সাংহাইয়ে নিরাপদে অবতরণ করেছে।
বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
চীনের পূর্বাঞ্চলীয় হাংঝো শহর থেকে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের পার্শ্ববর্তী ইনচিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে বিমানটিতে এ ঘটনা ঘটে।
চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইবোতে দেওয়া এক বিবৃতিতে এয়ার চায়না জানিয়েছে, সিএ১৩৯ ফ্লাইটে ওভারহেড বিনে রাখা একজন যাত্রীর লাগেজে লিথিয়ামের ব্যাটারিতে আগুন ধরে যায়।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ক্রুরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি সামলে নেয়। এ ঘটনায় কেউ আহত হয়নি।
তবে, বিমানের যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় সাংহাই পুডং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের জন্য যাত্রাপথ পরিবর্তন করা হয়।
বিমান ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটট্রেডার২৪ থেকে প্রাপ্ত তথ্যানুসারে, ফ্লাইটটি স্থানীয় সময় সকাল ৯ টা ৪৭ মিনিটে হাংঝো থেকে উড্ডয়ন করেছিল। তবে, গতিপথ বদলে বেলা ১১টার পরপরই বিমানটি সাংহাইয়ে অবতরণ করানো হয়।