থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী অভিজিৎকে রক্ষণশীল দলের নেতা হিসেবে পুনর্বহাল

বাসস
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ২৩:৪৯
অভিজিৎ ভেজ্জাজিভা। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : থাইল্যান্ডের প্রাচীনতম রাজনৈতিক দল শনিবার রক্ষণশীল দলের নেতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভাকে পুনর্বহাল করার পক্ষে ভোট দিয়েছে। তিনি ‘রেড শার্ট’ বিক্ষোভকারীদের ওপর রক্তক্ষয়ী সামরিক অভিযানের সময় দেশটির নেতৃত্ব দিয়েছিলেন। 

ব্যাংকক থেকে এএফপি এ খবর জানায়।

২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত বিশ্বব্যাপী আর্থিক সংকটের সময় থাইল্যান্ডের নেতৃত্বদানকারী অভিজিৎ ভেজ্জাজিভা তার বাগ্মী বিতর্ক শৈলীর জন্য প্রাথমিকভাবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

কিন্তু ২০১০ সালে ‘রেড শার্ট’ বিক্ষোভকারীদের ওপর সামরিক অভিযানের ফলে ডেমোক্র্যাট পার্টির তার নেতৃত্ব ক্ষতিগ্রস্ত হয়। সামরিক অভিযানে ৯০ জনেরও বেশি মানুষ নিহত এবং ২ হাজার জনেরও বেশি আহত হয়।

অভিজিৎকে প্রতিদ্বন্দ্বীরা ‘রক্তে রঞ্জিত প্রধানমন্ত্রী’ হিসেবে আখ্যা দিয়েছিল এবং পরবর্তী বছরগুলোতে তার রাজনৈতিক ক্যারিয়ারে দলীয় অভ্যন্তরীণ বিভাজনের কারণে তার রাজনৈতিক ক্যারিয়ার ভেঙে পড়ে। যার ফলে তিনি দলের নেতার পদ থেকে পদত্যাগ করেন এবং ২০২৩ সালে তার সদস্যপদ প্রত্যাহার করেন।

শনিবার স্থানীয় গণমাধ্যমে সম্প্রচারিত একটি ভোটে দলের সদস্যদের ৯৬ শতাংশ সমর্থন পেয়ে তাকে নেতা হিসেবে পুনর্বহাল করার পক্ষে ভোট দেন।

৬১ বছর বয়সী অভিজিৎ ভোটের পর সদস্যদের বলেছেন, ‘আমি আবারও আমার ওপর আস্থা রাখার জন্য সকলকে ধন্যবাদ জানাই’।

তিনি বলেন, ‘আমার হৃদয় কখনও এখান থেকে যায়নি।’

থাইল্যান্ড বর্তমানে একটি সংখ্যালঘু সরকার দেশ শাসন করছে। প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল চার মাসের মধ্যে সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন।

বিশ্লেষকরা বলেছেন, অভিজিৎ এর প্রত্যাবর্তন পরবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট পার্টিকে একটি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে স্থান দিতে পারে, তাহলে তিনি সম্ভবত এর প্রধান প্রার্থী হবেন।

প্রিন্স অফ সোংক্লা বিশ্ববিদ্যালয়ের একজন রাষ্ট্রবিজ্ঞানী এককারিন তুয়ানসিরি পাবলিক ব্রডকাস্টার থাইপিবিএস’কে বলেন, ‘তার এবং ডেমোক্র্যাট পার্টির সাথে সাধারণ মানুষের ইতোমধ্যেই দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে’। 

১৯৪৬ সালে প্রতিষ্ঠিত ডেমোক্র্যাট পার্টি একসময় একটি রাজনৈতিক শক্তি ছিল এবং সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার রেড শার্টস আন্দোলনের দীর্ঘকালীন প্রতিদ্বন্দ্বী ছিল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ক্রমহ্রাসমান সমর্থন এবং অভ্যন্তরীণ কোন্দল চলছে।

ইংল্যান্ডে জন্মগ্রহণকারী এবং অক্সফোর্ডে শিক্ষিত অভিজিৎ দ্বৈত থাই-ব্রিটিশ নাগরিক। প্রায়শই প্রতিদ্বন্দ্বীরা থাইদের সাথে যোগাযোগের বাইরে থাকার এবং রাজ্যের পুরুষদের জন্য বাধ্যতামূলক সামরিক পরিষেবা দিতে পারেন নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার দল : ডা. এজেডএম জাহিদ 
সাংবাদিক নিখিল মানখিন আর নেই
দক্ষ মানব সম্পদ তৈরিতে প্রফেশনাল ইন্সটিটিউটগুলো ভূমিকা রাখতে পারে : জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জন গ্রেফতার
‘আর্থ-সামাজিক উন্নয়নে আনসার সদস্যদের কার্যকর ভূমিকা পালন করতে হবে’
পাঁচটি শীর্ষ প্রতিষ্ঠানের সঙ্গে বিপিআই'র সমঝোতা স্মারক স্বাক্ষর
সোহরাওয়ার্দী উদ্যানে লালন উৎসব ও লালন মেলা উদযাপন  
শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডে দায়িত্ব পালনকালে ২৫ আনসার সদস্য আহত
ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় জামায়াতের আমিরের উদ্বেগ
১০