কাতার বৈঠকে ‘অবিলম্বে যুদ্ধবিরতি’ কার্যকর করতে পাক-আফগান সম্মত

বাসস
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১১:৫০

ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : দোহায় অনুষ্ঠিত বৈঠকে পাকিস্তান ও আফগানিস্তান ‘অবিলম্বে যুদ্ধবিরতি’ কার্যকর করতে সম্মত হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার ভোরে একথা জানিয়েছে। 

পূর্ববর্তী যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানের বিমান হামলায় কমপক্ষে ১০ জন আফগান নিহত হওয়ার পর কাতারের রাজধানীতে পুনরায় অনুষ্ঠিত বৈঠকের পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই সম্মতির কথা জানায়।

খবর বার্তা সংস্থা এএফপি’র। 

ইসলামাবাদের নিরাপত্তা সূত্র জানিয়েছে,পাকিস্তানের আধাসামরিক বাহিনীর ওপর হামলার প্রতিশোধ হিসেবে আফগান সীমান্ত এলাকায় পাকিস্তানি তালেবানের সঙ্গে যুক্ত একটি জঙ্গি গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। 

উত্তেজনা কমাতে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় শনিবার দোহায় আলোচনার পর, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘উভয় পক্ষই তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা সুসংহত করার জন্য ব্যবস্থা গ্রহনে সম্মত হয়েছে।’

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিশ্চিত করতে এবং এর বাস্তবায়ন যাচাই করার জন্য, আগামী দিনগুলোতে তারা পরবর্তী বৈঠক করতেও সম্মত হয়েছে।

দোহায় আলোচনায় অংশ নেওয়ার পর, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ নিশ্চিত করেছেন যে উভয়পক্ষ একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে।

তিনি বলেন, উভয় পক্ষ ২৫ অক্টোবর ইস্তাম্বুলে আবার বৈঠক করবে।

আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘আফগানিস্তান থেকে পরিচালিত পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদ অবিলম্বে বন্ধ হবে এবং উভয় প্রতিবেশী দেশ একে অপরের সার্বভৌমত্বকে সম্মান করবে।’

রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, ইসলামাবাদের প্রতিনিধিদলের মধ্যে গোয়েন্দা প্রধান জেনারেল আসিম মালিকও ছিলেন।

তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, আফগান প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন প্রতিরক্ষা প্রধান মোহাম্মদ ইয়াকুব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০