
ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : আগের দিন হামাস কর্তৃক ফিরিয়ে আনা দুই মৃত জিম্মির মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী একথা জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
সেনাবাহিনী ‘জিম্মি রোনেন এঞ্জেলের পরিবারকে’ জানিয়েছিল যে তার লাশ ইসরায়েলে রয়েছে।
প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় পুনর্ব্যক্ত করেছে যে ‘সকল নিহত জিম্মিকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত’ ইসরাইল কোনও প্রচেষ্টা ছাড়বে না।
নির ওজ কিব্বুৎজের বাসিন্দা ৫৪ বছর বয়সী এঞ্জেলকে হামাস তার বাড়ি থেকে অপহরণ করে হত্যা করে এবং তার লাশ গাজায় নিয়ে যায়।
২০২৩ সালে ১ ডিসেম্বর ইসরায়েলি সেনাবাহিনী এঞ্জেলের মৃত্যুর ঘোষণা দেয়।