ব্রাজিলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৭

বাসস
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১২:৪১

ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। শনিবার পুলিশ জানায়, উল্টো দিকে চলতে থাকা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

সাও পাওলো থেকে এএফপি জানায়, পেরনামবুকো রাজ্যে গত শুক্রবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ বিবৃতিতে জানায়, বাসে ৩০ জন যাত্রী ছিলেন। ভুল লেনে চলার সময় চালক রাস্তার পাশে থাকা পাথরে আঘাত করলে বাসটি নিয়ন্ত্রণ হারায়।

বিবৃতিতে আরও বলা হয়, পাথরে ধাক্কা খাওয়ার পর বাসটি আবার সঠিক লেনে ফিরে আসে। কিন্তু এর পরপরই সেটি রাস্তার পাশে উঁচু মাটির ঢিবিতে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়।

দুর্ঘটনার সময় কয়েকজন যাত্রী বাসের বাইরে ছিটকে পড়েন। তাৎক্ষণিকভাবে আহতদের সঠিক সংখ্যা জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, বাসের চালক সামান্য আঘাত পেয়েছেন এবং তার শরীরে মদ্যপানের কোন প্রমাণ মেলেনি।

বাসটি ব্রুমাডো শহর থেকে সান্তা ক্রুজ দো কাপিবারিবে যাচ্ছিল।

দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তিনি বলেন, ‘নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি এই গভীর দুঃখের সময়ে আমি আমার আন্তরিক সমবেদনা ও সংহতি প্রকাশ করছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০