অস্ট্রেলিয়ায় বিলাসবহুল হোটেলের পুলে কুমির 

বাসস
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১৩:২৮

ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় একটি বিলাসবহুল হোটেলের সুইমিংপুলে এই সপ্তাহান্তে একটি কুমির ডুব দিয়েছিল। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে পোর্ট ডগলাসের শেরাটন গ্র্যান্ড মিরাজ রিসোর্টের পুলের নীচে শুয়ে থাকা কিশোর মাংসাশী প্রাণীটিকে দেখা গেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

টিকটক ব্যবহারকারী লিসা কেলার একটি ভিডিওতে বলেছেন, ‘আমি কাউকে আতঙ্কিত করতে চাই না। তবে শেরাটন পুলে একটি কুমির আছে।’

সেখানে আঁশযুক্ত শিকারী প্রাণীটিকে দেখানো হয়েছে।

পুলের ধারে সান লাউঞ্জে অল্প কয়েকজন পর্যটককে আরাম করতে দেখা গেছে। যদিও কেউই পানিতে নামেনি।
কেলার বলেন, ‘বিষয়টিকে একজনও পাত্তা দেয়নি।’

ভিডিওটি হোটেলের ওয়েবসাইটে পুলের ছবিগুলোর সঙ্গে মিলেছে।

হোটেল ম্যানেজার জোসেফ আমেরিও বলেন, শনিবার ভোরে কুমিরটিকে দেখা গেছে এবং কুইন্সল্যান্ড রাজ্যের বন্যপ্রাণী কর্মকর্তারা বিকেলে এটি সরিয়ে না দেওয়া পর্যন্ত পুলটি ঘিরে রাখা হয়েছিল।

তিনি আরো বলেন, ‘কোনও সময়েই অতিথি ও বাচ্চা প্রাণীটি একই সাথে পুলে ছিল না।’

অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চল জুড়ে ১ লাখেরও বেশি নোনা পানির এবং কম আক্রমণাত্মক মিঠা পানির কুমির বাস করে বলে অনুমান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্যারিসের কাছে টর্নেডোয় ১ জনের প্রাণহানি, আহত ৪
ইন্দোনেশিয়ায় বন ধ্বংসের সঙ্গে ইইউ’র আমদানি যোগসূত্র রয়েছে : প্রতিবেদন
রংপুরের অবৈধ বালু উত্তোলনের দায়ে যুবকের কারাদণ্ড
লন্ডনে কারাতে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন কুমিল্লার মাহিন
নির্বাচনে এআই অপব্যবহার রোধে কেন্দ্রীয়ভাবে সেল গঠন হবে : সিইসি
সম্পর্ক উন্নয়নে লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা
নারায়ণগঞ্জে এক লাখ গাছের চারা রোপণ করা হয়েছে : জেলা প্রশাসক
কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, মারা গেছে গবাদিপশু
গাজা চুক্তি লঙ্ঘন করলে হামাসকে 'নির্মূল' করা হবে : ট্রাম্প 
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেএ’র চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত
১০