ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : গাজা যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে পরস্পরকে দোষারোপ করছে ইসরাইল ও হামাস। এরই মধ্যে হামাসের সশস্ত্র শাখা জানিয়েছে, তারা একজন ইসরাইলি জিম্মির মরদেহ উদ্ধার করেছে এবং মাঠপর্যায়ের পরিস্থিতি অনুকূলে থাকলে রোববার সেটি হস্তান্তর করা হবে।
গাজা শহর থেকে এএফপি জানায়, হামাস টেলিগ্রামে এক বিবৃতিতে জানায়, আজ আল-কাসাম ব্রিগেডস চলমান অনুসন্ধান অভিযানের সময় একজন ইসরাইলি বন্দির মরদেহ উদ্ধার করেছে।
যদি হস্তান্তরটি সম্পন্ন হয়, তাহলে এটি হবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে হামাসের ফেরত দেওয়া ১৩তম জিম্মির মরদেহ।