ন্যাশনাল টাইম সেন্টারে সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, অভিযোগ চীনের 

বাসস
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ২১:৪২

বেইজিং, ১৯ অক্টোবর, ২০২৫ (এএফপি) : বেইজিংয়ের ন্যাশনাল টাইম সেন্টারে সাইবার হামলার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। এই হামলায় চীনের ব্যাংকিং ও টেলিযোগাযোগ খাত মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারতো বলে জানিয়েছে দেশটি। 

সাম্প্রতিক বছরগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলির সাথে সম্পর্কের অবনতি হওয়ায় বেইজিং গুপ্তচরবৃত্তির সতর্কতা বাড়িয়েছে।

রোববার চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্টের জাতীয় নিরাপত্তা সংস্থা (ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি) ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে ন্যাশনাল টাইম সার্ভিস সেন্টার হ্যাক করার চেষ্টা করে। এ নিয়ে তাদের কাছে অকাট্য প্রমাণ রয়েছে বলে দাবি করা হয়।

মন্ত্রণালয়ের অভিযোগ, এনএসএ একটি অনির্দিষ্ট বিদেশি মোবাইল ফোন ব্র্যান্ডের মেসেজিং পরিষেবার দুর্বলতাগুলিকে কাজে লাগিয়ে টাইম সেন্টারের কর্মীদের লগইন তথ্য চুরি করেছে। এই হামলার ফলে বিদ্যুৎ গ্রিড, পরিবহন, এমনকি মহাকাশ উৎক্ষেপণও বিপন্ন হতে পারতো। 

এই কেন্দ্রটি সারাদেশের ঘড়ির সময় সমন্বয় করে, যেটি কম্পিউটার সার্ভার থেকে শুরু করে ট্রেন স্টেশন এবং পাওয়ার গ্রিডসহ সবখানে বিস্তৃত।

এদিকে হামলার শুরু থেকে যুক্তরাষ্ট্রের সকল পদক্ষেপ ভণ্ডুল করেছে বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ। একইসাথে নিজেদের প্রতিরক্ষামূলক ব্যবস্থা উন্নত করার পাশাপাশি সম্ভাব্য সকল হুমকি দূর করেছে দেশটি। 

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র বারবার আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে সাইবার জগতে নিজেদের আধিপত্য বিস্তারে মরিয়া হয়ে উঠেছে। 

এদিকে বহিরাগত এসব আক্রমণ সম্পর্কে সতর্ক থাকতে যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে চীনা কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। 

অন্যদিকে পশ্চিমা দেশগুলো অভিযোগ করছে, চীন সমর্থিত হ্যাকাররা বিশ্বব্যাপী নানা ব্যক্তি, প্রতিষ্ঠান ও কোম্পানির বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করে গুরুত্বপূর্ণ বিভিন্ন সংবেদনশীল তথ্য চুরি করছে। 

তাছাড়া যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলার পেছনে চীনা হ্যাকারের পৃষ্ঠপোষকতা ছিলো বলে গত বছর জানিয়েছিলো যুক্তরাষ্ট্র। যদিও বেইজিং সেই সময় অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলো।

রোববারের বিবৃতিতে চীনা নিরাপত্তা মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রই যে আসল ‘হ্যাকার সাম্রাজ্য’ এবং বৈশ্বিক সাইবার জগতের সবচেয়ে বড় অস্থিরতার উৎস, তার অকাট্য প্রমাণ রয়েছে আমাদের কাছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৪৯ তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ
কাতারের দোহায় বাংলাদেশ দূতাবাস পরিদর্শন স্বরাষ্ট্র উপদেষ্টার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
আগামীকাল বিশ্ব পরিসংখ্যান দিবস
ভূমিসেবার মান যত উন্নত হবে, সরকারের সাফল্য তত দৃশ্যমান হবে: ভূমি উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৩০১ মামলা
ফ্যাসিস্ট আওয়ামী বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি হতাহত হয়েছে বিএনপির নেতা-কর্মী: বরকত উল্লাহ বুলু
ঋণ অবলোপন বিধিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা 
ওমরা পালনের উদ্দেশ্যে জামায়াত আমিরের ঢাকা ত্যাগ
শাহজালাল বিমান বন্দরে অগ্নিকাণ্ডের তদন্তে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে: দুর্যোগ উপদেষ্টা
১০