প্যারিসে ল্যুভর জাদুঘরের অমূল্য রত্ন চোরদের খোঁজে ফরাসি পুলিশ

বাসস
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১৩:৫১

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস) : প্যারিসের প্রাণকেন্দ্রে অবস্থিত ল্যুভর জাদুঘর থেকে প্রকাশ্য দিবালোকে আটটি অমূল্য রাজকীয় অলংকার চুরি করা চোর দলকে খুঁজে বের করার জন্য সোমবার অভিযান শুরু করেছে ফরাসি পুলিশ। চোরদের একটি দলকে খুঁজছে তারা।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

কর্মকর্তারা জানিয়েছেন, একটি সংগঠিত অপরাধচক্র এই পরিকল্পিত চুরির সাথে জড়িত বলে ধারণা করা হচ্ছে। ৬০ জন তদন্তকারী নিয়ে গঠিত একটি দল তদন্ত চালিয়ে যাচ্ছে।

ফ্রান্সে এই চুরির ঘটনা দেশটির জাদুঘরগুলোতে নিরাপত্তার ঘাটতি নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। যা ফ্রান্সের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ রোববার ‘একটি বড় দুর্বলতা’ হিসেবে স্বীকার করেছেন।

তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, চোরেরা রোববার স্থানীয় সময় সকাল ৯টা থেকে ৯টা ১০ মিনিটের মধ্যে (০৭৩০ থেকে ০৭৪০ জিএমটি) ল্যুভরে প্রবেশ করে।

দর্শনার্থীদের জন্য জাদুঘরের দরজা সকাল ৯টায় খুলে দেয়া হয়। 

চোরেরা রাজকীয় সংগ্রহশালার অ্যাপোলো গ্যালারিতে প্রবেশের জন্য একটি আসবাবপত্রের উত্তোলন যন্ত্র ব্যবহার করেছে এবং জানালা দিয়ে প্রবেশ করে ডিসপ্লে কেসগুলো খোলার জন্য কাটার সরঞ্জাম ব্যবহার করেছে।

চুরির একটি সংক্ষিপ্ত ভিডিও, যা সম্ভবত একজন দর্শনার্থীর মোবাইলে ধারণ করা, ফরাসি সংবাদমাধ্যমে সম্প্রচার করা হয়েছে।

মুখোশধারী চোরেরা ১৯ শতকের ৯টি গহনা চুরি করেছে। যার মধ্যে সম্রাজ্ঞী ইউজেনির একটি মুকুট রয়েছে।

রোববার সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, আটটি ‘অমূল্য’ অলংকার চুরি হয়েছে। তারা যে তালিকা প্রকাশ করেছে তাতে নেপোলিয়ন তার পত্নী সম্রাজ্ঞী মেরি লুইজকে দিয়েছিলেন এমন একটি পান্না ও হীরার নেকলেসও রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০