হুতি বিদ্রোহীরা জাতিসংঘের ২০ কর্মীকে আটকে রেখেছে

বাসস
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১৫:০০

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস) : ইয়েমেনে হুতি বিদ্রোহীরা জাতিসংঘের ২০ জন কর্মীকে এখনও আটকে রেখেছে।  

ইয়েমেনে জাতিসংঘের কার্যালয় রোববার জানিয়েছে, হুথি বিদ্রোহীরা একদিন আগে সানায় জাতিসংঘের ভবনে হামলা চালিয়েছে। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

জাতিসংঘের কার্যালয় শনিবার জানিয়েছে, হুতি নিরাপত্তা বাহিনী তাদের কার্যালয়ে ‘অননুমোদিতভাবে প্রবেশ’ করেছে।

রোববার দেশটিতে জাতিসংঘের সমন্বয়কারীর মুখপাত্র জিন আলম বলেন, কম্পাউন্ডের ভেতর ২০ জন কর্মী আটক রয়েছেন। 

তিনি জানান, আটক ব্যক্তিদের মধ্যে ১৫ জন আন্তর্জাতিক কর্মী এবং পাঁচ জন ইয়েমেনি নাগরিক এখনও আটক রয়েছেন।

তিনি আরও বলেন,  ‘এই পরিস্থিতি খুবই উদ্বেগজনক। আমরা হুতি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সদস্য রাষ্ট্র ও সকল পক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করছি, যেন দ্রুত আটক ব্যক্তিদের মুক্তি নিশ্চিত করা যায় এবং সানায় অবস্থিত আমাদের কার্যালয়টির পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা হয়।’

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জাতিসংঘ কর্মকর্তা রোববার রাতে এএফপিকে জানান, আটককৃতদের মধ্যে ইউনিসেফ-এর ইয়েমেন প্রতিনিধি পিটার হকিন্স রয়েছেন।

দুটি হুতি নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে যে আটককৃতদের মধ্যে হকিন্সও রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি-জামায়াত ভাই ভাই, এ মাটিতে যেন আর ভাইয়ে-ভাইয়ে রক্ত না ঝরে: জয়নাল আবদিন ফারুক
শাহজালাল বিমানবন্দরে শিগগিরই ই-গেট চালু করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী
বিচারপতি টি এইচ খানের ১০৫তম জন্মবার্ষিকী আগামীকাল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের মিশন বাংলাদেশের
ঢাবি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা 
জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ
নিয়োগ-পদোন্নতি সংশ্লিষ্ট কাজে জড়িতদের সম্মানি বাড়িয়ে অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র জারি
স্ত্রীসহ সাংবাদিক সুভাষ চন্দ্র সিংহের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সালমান শাহের অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে এজহার গ্রহণের নির্দেশ
১০