
ঢাকা, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস) : মেক্সিকোর মধ্যাঞ্চলীয় একটি শহরের একজন মেয়রকে সোমবার সশস্ত্র হামলাকারীরা গুলি করে হত্যা করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এটি দেশটিতে স্থানীয় একজন কর্মকর্তার সর্বশেষ হত্যাকাণ্ড। দেশটিতে প্রায়ই গ্যাং সহিংসতা হয়ে থাকে।
মেক্সিকো সিটি থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
স্থানীয় পুলিশ জানিয়েছে, বন্দুকধারীরা পিসাফ্লোরেসের মেয়র মিগুয়েল বাহেনাকে রাস্তায় গুলি করে পালিয়ে যায়, তার শরীরে কমপক্ষে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে।
বাহেনার গ্রিন পার্টি এক বিবৃতিতে তার এই হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে কর্তৃপক্ষকে সন্ত্রাসীদের গ্রেফতারের আহ্বান জানিয়েছে।
প্রায় দুই দশক ধরে মাদক সংক্রান্ত সহিংসতায় জর্জরিত মেক্সিকো, সাম্প্রতিক বছরগুলোয় অসংখ্য স্থানীয় রাজনীতিবিদ হত্যার সাক্ষ্য বহন করছে।
জুন মাসে, দক্ষিণ মেক্সিকোতে সশস্ত্র ব্যক্তিরা একজন মেয়রের অফিসে হামলা চালিয়ে তাকে ও একজন কর্মীকে হত্যা করে। পরের দিন, দেশটির পশ্চিমে স্বামীসহ আরেকজন মেয়রকে হত্যা করা হয়।
মে মাসে, মেক্সিকো সিটির দুই মেয়রের দুই ঘনিষ্ঠ সহযোগীকে রাজধানীতে গুলি করে হত্যা করা হয়। কর্তৃপক্ষ ওই ঘটনায় কমপক্ষে ১৩ জন সন্দেহভাজনকে গ্রেফতার করে।