
ঢাকা, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস) : গাজায় আটক এক জিম্মির দেহাবশেষ শনাক্ত করেছে ইসরাইল। ওই জিম্মির মরদেহ গতকাল হামাস ফেরত দিয়েছে। আজ মঙ্গলবার ইসরাইল এ তথ্য জানিয়েছে। ওই জিম্মির নাম সার্জেন্ট মেজর তাল চাইমি বলে জানা গেছে। যিনি ২০২৩ সালের ৭ অক্টোবর তারিখে নিহত হন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ‘পরিচয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর (সেনাবাহিনীর) প্রতিনিধিরা অপহৃত ব্যক্তির পরিবারকে বলেছেন, তাদের প্রিয়জন, সার্জেন্ট মেজর তাল চাইমি, তার আত্মা শান্তি পাক, তার মরদেহ ইসরাইলে ফেরত আনা হয়েছে এবং তার শনাক্তকরণ সম্পন্ন হয়েছে।’
২০২৩ সালের ৭ অক্টোবর তারিখে ইসরাইলের ওপর হামাসের আক্রমণের ফলে শুরু হওয়া যুদ্ধের প্রথম দিনেই নির ইতজাক কিব্বুৎজ প্রতিরক্ষা মিলিশিয়ার কমান্ডার ৪১ বছর বয়সী তাল চাইমি নিহত হন। পরে তার মরদেহ গাজায় নিয়ে যাওয়া হয়।