
ঢাকা, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস) : ফরাসি নৌবাহিনী আটলান্টিক মহাসাগরে একটি দ্রুতগামী জাহাজে গুলি চালিয়ে আনুমানিক ১৫ কোটি ডলার মূল্যের কোকেন জব্দ করেছে।
মঙ্গলবার কর্তৃপক্ষের বরাত দিয়ে ফ্রান্সের বন্দর নগরী ব্রেস্ত থেকে বার্তাসংস্থা এএফপি জানায়, ফরাসি নৌবাহিনী আটলান্টিক মহাসাগরে একটি দ্রুতগামী নৌযানে ওপর গুলি চালিয়ে সেটিকে অচল করে দেয় এ¦বং এর ক্রুদের গ্রেফতার করে জাহাজে থাকা ১৫ কোটি ডলার মূল্যের ২ দশমিক ৪ টন কোকেন জব্দ করে।
ফ্রান্সেস মেরিটাইম প্রিফেকচার ফর আটলান্টিক জানিয়েছে, গত শুক্রবার রাতে মরক্কোর সমুদ্রে অবস্থিত পর্তুগিজ দ্বীপপুঞ্জ মাদেইরার কাছে এই আটক করা হয়।
প্রিফেকচার এক বিবৃতিতে জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পুলিশের সমন্বয়ে এবং পর্তুগিজ ও স্প্যানিশ কর্তৃপক্ষের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।
মাদক চোরাচালানের নৌযানটি থামাতে একটি নৌবাহিনীর যুদ্ধজাহাজ, একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে, একটি নৌবাহিনীর নজরদারি বিমান এবং একটি ফরাসি উপকূলরক্ষী জাহাজ ব্যবহার করা হয়েছে।
প্রিফেকচার এক বিবৃতিতে বলেছে,‘নির্দেশ মানতে অস্বীকৃতি জানানোয় নৌকাটিকে অচল করার জন্য বলপ্রয়োগ করা জরুরি ছিল।’
নৌকাটিতে আনুমানিক ১৫ কোটি ডলার মূল্যের মোট ২ হাজার ৩৭৩ কিলো কোকেন পাওয়া গেছে এবং সেগুলো জব্দ করা হয়েছে।
ক্রুদের গ্রেফতার করা হয়েছে। তবে বিবৃতিতে গ্রেফতারকৃত ক্রুদের সংখ্যা বা জাতীয়তা উল্লেখ করা হয়নি।