ঢাকা, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস) : ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি গত সপ্তাহে তার কারাদণ্ড শুরু হওয়ার কয়েকদিন আগে এলিসি প্রাসাদে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে দেখা করেছেন। সোমবার সরকারের একটি সূত্র এএফপি’কে এ কথা জানিয়েছে।
প্যারিস থেকে এএফপি এ খবর জানায়।
সরকারি সূত্রটি বিস্তারিত কিছু না জানিয়ে বলেছে, ‘শুক্রবার তাকে আতিথেয়তা দেওয়া হয়েছিল’।
২০০৭ সালের প্রেসিডেন্ট পদপ্রার্থীর জন্য লিবিয়ার তহবিল সংগ্রহের একটি পরিকল্পনার অভিযোগে সারকোজিকে মঙ্গলবার কারাগারে পাঠানো হবে। সাবেক প্রেসিডেন্ট হিসেবে ইউরোপীয় ইউনিয়নের কোনও দেশের তিনিই প্রথম কারাগারে যাবেন।
২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের ডানপন্থী নেতা সারকোজিকে সেপ্টেম্বরের শেষের দিকে লিবিয়ার প্রয়াত স্বৈরশাসক মোয়াম্মার গাদ্দাফির নির্বাচনী প্রচারণায় অর্থায়নের পরিকল্পনার অভিযোগে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল।
২০১২ সালে পুনঃনির্বাচনে হেরে যাওয়ার পর থেকে সারকোজি আইনি জটিলতার মুখোমুখি হচ্ছেন।
কিন্তু ফরাসি ডানপন্থীদের কাছে এখনও সারকোজির জনপ্রিয়তা কিছুটা বেশি।
মঙ্গলবার সকালে প্যারিসে তার বাসা থেকে লা সান্তে কারাগারে যাওয়ার সময় সারকোজির পরিবার তার সমর্থকদের প্রতি সংহতি প্রকাশের আহ্বান জানিয়েছে।
তার আইনজীবীরা অবিলম্বে তার মুক্তির জন্য একটি আবেদন দাখিল করবেন বলে আশা করা হচ্ছে।