ঢাকা, ২২ অক্টোবর, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বুদাপেস্টে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পরিকল্পনা স্থগিত করেছেন। ফলে বুদাপেস্টে আপাতত হচ্ছে না ট্রাম্প-পুতিনের বৈঠক। যার ফলে ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টা আরও একটি বাধার সম্মুখীন হয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
কিয়েভের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ট্রাম্প মাত্র কয়েকদিন আগে বলেছেন যে তিনি দুই সপ্তাহের মধ্যে পুতিনের সাথে-বৈঠক করবেন। একই সাথে শান্তির বিনিময়ে পূর্ব দনবাস অঞ্চল ছেড়ে দেওয়ার জন্য ইউক্রেনকে চাপ দেওয়ার কথাও বলেছেন তিনি।
কিন্তু ট্রাম্প এখন রাশিয়ার সাড়ে তিন বছরের আগ্রাসনের অবসান ঘটানোর প্রচেষ্টায় আরেকটি আকস্মিক পরিবর্তন এনেছেন। গত সপ্তাহে পুতিনের সাথে তার ফোনালাপ হয়েছে। ক্রেমলিন এখনও তার সমস্ত দাবিতে অটল রয়েছে বলে জানা গেছে।
হোয়াইট হাউসের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেন, ‘এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্পের পুতিনের সাথে বৈঠকের কোন পরিকল্পনা নেই।’
সোমবার ফোনে কথা বলার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও জানান বুদাপেস্ট শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য প্রত্যাশিত বৈঠক স্থগিত করা হয়েছে।
কিন্তু হোয়াইট হাউস জানিয়েছে, দুই নেতার মধ্যে ‘ফলপ্রসূ’ টেলিফোন আলাপ হয়েছে। ফলে, এখন আর সরাসরি বৈঠক ‘প্রয়োজন নেই।
মঙ্গলবার ক্রেমলিন জানিয়েছে, ‘ট্রাম্প এবং পুতিনের মধ্যে নতুন কোনও বৈঠকের জন্য কোনও ‘সুনির্দিষ্ট’ তারিখ নেই। গত আগস্টে আলাস্কায় আলোচনা করেছেন কিন্তু ইউক্রেন নিয়ে কোনও অগ্রগতিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন।’