একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো উ. কোরিয়া

বাসস
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১২:৫০

ঢাকা, ২২ অক্টোবর, ২০২৫ (বাসস) : উত্তর কোরিয়া আজ বুধবার একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। কয়েক মাস পর দেশটির প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্ব নেতারা দক্ষিণ কোরিয়ায় শীর্ষ সম্মেলনে যোগদানের মাত্র এক সপ্তাহ আগে এই উৎক্ষেপণ করলো উত্তর কোরিয়া।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ বলেছেন, তারা ‘বেশ কয়েকটি প্রজেক্টাইল শনাক্ত করেছে, যেগুলোকে স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে মনে করা হচ্ছে।’

সেনাবাহিনী আরো জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো ‘উত্তর হুয়াংহে প্রদেশের জুংহও এলাকা থেকে বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিটে (মঙ্গলবার ২৩১০ জিএমটি) উৎক্ষেপণ করা হয়।’ 

গত জুন মাসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেন লি জে-মিয়ং। তার দায়িত্ব নেওয়ার পর এই উৎক্ষেপণটি প্রথম।

প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আবারও বৈঠক করার আশায় আছেন আর তা সম্ভবত এ বছরই। 

এর আগে তার প্রথম মেয়াদে দু’জনের মধ্যে একাধিকবার বৈঠক হয়েছে।

এদিকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, কিম ভবিষ্যতে আলোচনার জন্য প্রস্তুত।

এই মাসে রাশিয়া ও চীনের শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণে একটি সামরিক কুচকাওয়াজে উত্তর কোরিয়া তাদের ‘সবচেয়ে শক্তিশালী’ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে।

পিয়ংইয়ং বলেছে, নতুন হোয়াসং-২০ ক্ষেপণাস্ত্র যে কোনো জায়গায় আঘাত করতে সক্ষম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য ১২.৫৩ কোটি পাঠ্যবই সরবরাহ করবে সরকার
ভালো নির্বাচন না হলে নিন্দিত জাতিতে পরিণত হব: ইসি মাছউদ
বিএনপি’র ৩১ দফা বাস্তাবায়নে হবিগঞ্জে লিফলেট ও টি-শার্ট বিতরণ
সিরাজগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ৭
খার্তুম বিমানবন্দর লক্ষ্য করে আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা
জেলেনস্কি ‘অস্ত্র রফতানি’ ঘোষণার জন্য সুইডেন সফর করবেন
টাঙ্গাইলে নিরাপদ সড়ক দিবসে পথচারীদের মাঝে হেলমেট বিতরণ
ঝালকাঠিতে টেকসই উন্নয়ন বিষয়ক কর্মশালা 
বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির
নোয়াখালীতে অস্ত্রসহ মাদক কারবারি গ্রেপ্তার
১০