ঢাকা, ২২ অক্টোবর, ২০২৫ (বাসস) : গাজা থেকে মঙ্গলবার ফেরত আসা আরও দুই জিম্মির দেহাবশেষ শনাক্ত করেছে ইসরাইলি সেনাবাহিনী। বুধবার এক বিবৃতিতে জানানো হয়, তারা হলেন আরিয়েহ জালমানোভিচ ও মাস্টার সার্জেন্ট তামির আদার।
জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়।
ইসরাইলি সেনাবাহিনী বিবৃতিতে জানায়, কিব্বুতজ নির ওজ এলাকার বাসিন্দা জালমানোভিচকে নিজ বাড়ি থেকে অপহরণ করা হয়। মৃত্যুর সময় তার বয়স ছিল ৮৫ বছর এবং ২০২৩ সালের ১৭ নভেম্বর তিনি জিম্মিদশায় মারা যান।
সেনাবাহিনী আরও জানায়, আরেক জিম্মি তামিরের বয়স হয়েছিল ৩৮ বছর। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণ থেকে নির ওজ এলাকাকে রক্ষার লড়াইয়ে তিনি নিহত হন, তখন তার মরদেহ জিম্মি করে নিয়ে যাওয়া হয়।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজা-ইসরাইল যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে জিম্মি থাকা ২৮টি মরদেহের মধ্যে এ পর্যন্ত ১৩টিকে মুক্তি দিয়েছে হামাস। মঙ্গলবার রেডক্রসের কাছে তাদের দেহাবশেষ হস্তান্তর করা হয়।
ওই চুক্তির শর্ত অনুযায়ী, হামাসের ১০ অক্টোবরের মধ্যে জীবিত ও মৃত সকল জিম্মিকে মুক্তি দেওয়ার কথা ছিল।
যদিও ২০ জন জীবিত জিম্মিকে সময়মতো মুক্তি দেওয়া হয়েছে, হামাস জানিয়েছে যে দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের ধ্বংসস্তূপে মরদেহ খুঁজে পাওয়া কঠিন হওয়ায় তারা সময়মতো সব মরদেহ ফেরত দিতে পারেনি।