১০ কোটি ডলার মূল্যের দুর্লভ রত্ন চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি ল্যুভরের পরিচালক

বাসস
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১৪:৩৮

ঢাকা, ২২ অক্টোবর, ২০২৫ (বাসস) : প্যারিসের ল্যুভর জাদুঘর থেকে চুরি হওয়া রত্নের মূল্য ১০কোটি ডলারেরও বেশি। একজন ফরাসি প্রসিকিউটর মঙ্গলবার এ কথা বলেছেন। সপ্তাহান্তে এই চুরির ঘটনায় সিনেট কমিটির নিরাপত্তা প্রশ্নের মুখোমুখি হচ্ছেন জাদুঘরের পরিচালক।

রোববার সকালে মাত্র সাত মিনিটের মধ্যে রাজকীয় অলঙ্কার চুরি করার পর থেকে পরিচালক লরেন্স ডেস কারস কোনও প্রকাশ্য বিবৃতি দেননি। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

তদন্তের জন্য দুই দিন বন্ধ এবং মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকার পর আজ বুধবার ল্যুভর জাদুঘর পুনরায় খোলার আশা করা হচ্ছে।

গত মাসে দুটি প্রতিষ্ঠানে হামলার পর, সম্প্রতি ফ্রান্সের প্যারিসে অবস্থিত ল্যুভর জাদুঘর থেকে অমূল্য রত্ন চুরি হওয়ার ঘটনাটি দেশটির জাদুঘরগুলোতে নিরাপত্তা ঘাটতি নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে। এই ঘটনাটি জাদুঘরগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

মঙ্গলবার প্যারিসের প্রসিকিউটর লর বেকুউ বলেছেন, ‘ল্যুভর মিউজিয়ামের কিউরেটর ক্ষতির পরিমাণ ৮৮ মিলিয়ন ইউরো বা ১০২ মিলিয়ন ডলার বলে অনুমান করেছেন।’

তবে তিনি বলেন, অমূল্য রত্ন চুরি হওয়ায় ফ্রান্সের ঐতিহাসিক ঐতিহ্যের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে। 

অসংখ্য তদন্তকারী গত রোববারের এই চুরির ঘটনায় যারা জড়িত তাদের খুঁজছে।

বেকুউ নিশ্চিত করেছেন যে রোববারের ডাকাতির ঘটনায় চারজন জড়িত ছিল এবং কর্তৃপক্ষ ঘটনাস্থলে পাওয়া আঙুলের ছাপ বিশ্লেষণ করছে।

গোয়েন্দারা স্কুটারে পালিয়ে যাওয়া ডাকাতদের চিহ্নের জন্য জাদুঘরের আশেপাশের ভিডিও ক্যামেরার ফুটেজ এবং প্যারিসের প্রধান মহাসড়কগুলো খতিয়ে দেখছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০