ঢাকা, ২২ অক্টোবর, ২০২৫ (বাসস) : উগান্ডায় একটি প্রধান মহাসড়কে বুধবার ভোরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৬৩ জন নিহত ও বেশ ক’জন আহত হয়েছে। দেশটির পুলিশের বরাত দিয়ে বুধবার নাইরোবি থেকে এএফপি এ খবর জানায়।
এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে পুলিশ জানায়, মধ্যরাতের ঠিক পরে কাম্পালা-গুলু মহাসড়কে দুটি বাস ওভারটেক করার সময় একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। এতে ৬৩ জন প্রাণ হারায় এবং আরো বেশ ক’জন আহত হয়। তারা সকলেই দুর্ঘটনা কবলিত বাসটির যাত্রী ছিল।