খার্তুম বিমানবন্দর লক্ষ্য করে আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা

বাসস
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১৫:১৩

ঢাকা, ২২ অক্টোবর, ২০২৫ (বাসস) : খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে বুধবার টানা দ্বিতীয় দিনের মতো আধাসামরিক বাহিনী ড্রোন হামলা চালিয়েছে।

সুদানের একটি সামরিক সূত্রের বরাত দিয়ে রাজধানী খার্তুম থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

গণমাধ্যমকে ব্রিফ করার অনুমতি না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, বুধবার ‘ভোরে খার্তুম বিমানবন্দর লক্ষ্য করে ফের ড্রোন হামলা চালানো হয়েছে।’

তিনি বলেন, সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনগুলো আটকে দেয়। র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর প্রতি ইঙ্গিত করে তিনি  বলেন, একটি ‘সন্ত্রাসী মিলিশিয়া’ ড্রোনগুলো উৎক্ষেপণ করে। আরএসএফ ২০২৩ সালের এপ্রিল থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে আসছে।

দুই বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধের মধ্যে প্রথমবারের মতো বুধবার বিমানবন্দরটি অভ্যন্তরীণ বিমানের জন্য পুনরায় খোলার কথা ছিল।

মঙ্গলবার ভোরে বিমানবন্দরের কাছের একটি এলাকায় অসংখ্য বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

আরএসএফ হামলার দায় স্বীকার করেনি, তবে এটি সাম্প্রতিক মাসগুলোয় সামরিক ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ব্যবহার করার জন্য বারবার অভিযুক্ত হয়েছে।

বিস্তৃত এই সংঘাতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে এবং প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হওয়ায় বিশ্বের বৃহত্তম বাস্তুচ্যুতি ও ক্ষুধা সংকট তৈরি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০