ঢাকা, ২২ অক্টোবর, ২০২৫ (বাসস): জাপানে এ বছর ভালুকের আক্রমণে ৯ জন নিহত হয়েছে। ভালুকের আক্রমণে এটি নিহতের সংখ্যায় রেকর্ড হয়েছে। আজ বুধবার নতুন পরিবেশমন্ত্রী এ ঘটনায় কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
জাপানের যেসব এলাকায় বয়স্ক মানুষের হার বেশি এবং জনসংখ্যা হ্রাস পাচ্ছে, সেইসব এলাকায় ভালুকের আক্রমণ বাড়ছে।
নতুন পরিবেশমন্ত্রী হিরোতাকা ইশিহারা ভালুকের আক্রমণের ঘটনাকে বড় ধরনের সমস্যা ও গুরুতর সমস্যা আখ্যায়িত করেছেন।
তিনি বলেন, আমরা সরকারি শিকারীদের সুরক্ষা ও প্রশিক্ষণ এবং ভালুকের সংখ্যা ব্যবস্থাপনাসহ বিভিন্ন পদক্ষেপ আরো জোরদার করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।
গতকাল মঙ্গলবার রাতে নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সরকারে ইশিহারাকে পরিবেশমন্ত্রী পদে নিযুক্ত করা হয়।