ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : মেক্সিকোর নিরাপত্তা সূত্র বুধবার এএফপি’কে জানিয়েছে, জুলাই মাসে মেক্সিকোর হেফাজত থেকে পালিয়ে যাওয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রও তাকে খুঁজছে এমন একজন চীনা ফেন্টানাইল পাচারকারী প্রধান হোতাকে কিউবা গ্রেপ্তার করেছে।
মেক্সিকো সিটি এএফপি এ খবর জানায়।
‘ব্রাদার ওয়াং’ নামে পরিচিত পাচারকারী ঝি ডং ঝাং তার সম্ভাব্য প্রত্যর্পণের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কিউবায় থাকবেন। সূত্রগুলো আরও জানিয়েছে, তিনি মেক্সিকোর সিনালোয়া এবং জালিস্কো নিউ জেনারেশন ড্রাগ কার্টেলের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে। তাদের ওয়াশিংটন ‘বিদেশী সন্ত্রাসী সংগঠন’ হিসাবে তালিকাভূক্ত করেছে।
২০২৪ সালের অক্টোবরে মেক্সিকোতে আটক ঝি ডং ঝাংকে মেক্সিকো সিটির একটি কারাগারে রাখা হয়েছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের শুনানির অপেক্ষায় ছিল। সেখানে অর্থ পাচারের অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
তাকে গৃহবন্দী করা হয়েছিল কিন্তু সেখান থেকে সে জুলাই মাসে পালিয়ে যায়।
মেক্সিকান নিরাপত্তা সচিব ওমর গার্সিয়া হারফুচ গত বছর বলেছেন, ঝি ডং ঝাংকে ‘একজন প্রধান আন্তর্জাতিক অর্থ পাচারকারী’ হিসেবে বিবেচনা করা হয়।
তিনি আরও বলেছেন, ‘চীন থেকে মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ফেন্টানিল পাচারের জন্য অন্যান্য কার্টেলের সাথে সংযোগ স্থাপনের জন্য পাচারকারী দায়ী ছিল।’
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে ওয়াশিংটন মাদক পাচার রোধে মেক্সিকো এবং চীনের ওপর চাপ প্রয়োগ করে আসছে বিশেষ করে ফেন্টানিল, যা মার্কিন যুক্তরাষ্ট্রে অতিরিক্ত মাত্রার শক্তিশালী ব্যথানাশক হিসাবে ব্যবহার হয়।
ফেন্টানিল একটি সিন্থেটিক ওপিওয়েড যা হেরোইনের চেয়ে ৫০ গুণ বেশি শক্তিশালী এবং উৎপাদন করা অনেক সহজ এবং সস্তা।
এটি মার্কিন যুক্তরাষ্ট্রে অতিরিক্ত মাত্রার কারণ হিসাবে হেরোইন এবং অক্সিকোডোনের মতো প্রেসক্রিপশন ওপিওয়েডগুলোকে মূলত প্রতিস্থাপন করেছে।
প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউমের সরকার ট্রাম্পের শুল্ক চাপে মাদক জব্দ বৃদ্ধি করেছে। তিনি সমস্যার সমাধান না হলে আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন।
যদিও মেক্সিকো মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া ফেন্টানাইলের প্রধান উৎস, ওয়াশিংটন ক্রমবর্ধমানভাবে চীন-ভিত্তিক পূর্বসূরী উপাদান সরবরাহকারীদের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করেছে।
হাভানা থেকে মামলার সাথে ঘনিষ্ঠ দু’টি সূত্র এএফপি’কে জানিয়েছে, আটক ব্যক্তিকে মেক্সিকোতে প্রত্যর্পণ করা হবে। তবে কোনও তারিখ নির্দিষ্ট করেনি বা প্রক্রিয়া সম্পর্কে বিশদ বিবরণ দেয়নি।
কিউবা এই চোরাকারবারিকে গ্রেপ্তারের খবরে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি।