রাশিয়ার আকাশসীমা লঙ্ঘনের প্রতিবাদ লিথুয়ানিয়ার

বাসস
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১৫:৪৯

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : দু’টি রাশিয়ান বিমানের বৃহস্পতিবার আকাশসীমা অতিক্রম করার প্রতিবাদে লিথুয়ানিয়া একজন রাশিয়ান কূটনীতিককে তলব করে। তবে মস্কো এই ধরনের কোনো লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে।

ভিলনিয়াস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ন্যাটো সদস্য দেশটির সামরিক বাহিনীর একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার কালিনিনগ্রাদের এক্সক্লেভ থেকে সম্ভবত আকাশে জ্বালানি ভরার প্রশিক্ষণের সময় একটি সুখোই এস-৩০ যুদ্ধবিমান এবং একটি আইএল-৭৮ ট্যাঙ্কার লিথুয়ানিয়ান আকাশসীমার মধ্য দিয়ে ৭শ’ মিটার অতিক্রম করে ১৮ সেকেন্ড পরে ছেড়ে যায়।

বৃহস্পতিবার দিনের শেষে, লিথুয়ানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই ঘটনাকে কেন্দ্র করে তারা রাশিয়ান দূতাবাসের চার্জ দ্যা ’অ্যাফেয়ার্সকে তলব করে এবং  এর ‘কঠোর প্রতিবাদ’ জানিয়েছে’।

বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়াকে লিথুয়ানিয়ার আকাশসীমা লঙ্ঘনের কারণ অবিলম্বে ব্যাখ্যা করার ও ভবিষ্যতে এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই লক্ষ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের’ আহ্বান জানিয়েছে ভিলনিয়াস।

তবে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পরে আকাশসীমা লঙ্ঘনের কথা অস্বীকার করে।

টেলিগ্রামে বলেছে, ‘রাশিয়ান ভূখণ্ডের ওপরে আকাশসীমা ব্যবহারের নিয়ম কঠোরভাবে মেনে ফ্লাইটগুলো পরিচালিত হয়েছিল এবং তাদের রুট থেকে বিচ্যুত হয়নি বা অন্যান্য দেশের সীমানাও লঙ্ঘন করেনি। 

লিথুয়ানিয়ার সীমান্ত লঙ্ঘন করার পর বাল্টিক অঞ্চলে ন্যাটোর বিমান টহল মিশনের অংশ হিসেবে স্প্যানিশ বিমানবাহিনীর দু’টি টাইফুন ইউরোফাইটার দ্রুত মোতায়েন করা হয়।

ন্যাটো সদস্য ভূক্ত ও ইউক্রেনের দৃঢ় সমর্থক তিনটি বাল্টিক দেশ, রাশিয়া অথবা তার মিত্র বেলারুশের সীমান্তবর্তী তাদের ভূখণ্ডে রাশিয়ান বিমান বা ড্রোন হামলার শিকার হয়েছে।

সেপ্টেম্বরে, তিনটি রাশিয়ান মিগ-৩১ যুদ্ধবিমান ফিনল্যান্ড উপসাগরের ওপর দিয়ে এস্তোনিয়ার আকাশসীমায় প্রবেশ করে এবং প্রায় ১২ মিনিট সেখানে অবস্থান করে।

ঘটনাটি তালিনকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বিশেষ বৈঠক আহ্বান করতে এবং আটলান্টিক চুক্তির ৪ নম্বর ধারা সক্রিয় করার অনুরোধ করতে প্ররোচিত করে, যা এর সদস্যদের একজনের জন্য হুমকির ক্ষেত্রে মিত্রদের মধ্যে পরামর্শের ব্যবস্থা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাঙ্গামাটিতে তিনটি রেস্টুরেন্টকে জরিমানা 
চট্টগ্রামে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
পাকিস্তান টি-টোয়েন্টি দলে ফিরলেন বাবর
প্রথমবারের মত ভারতকে হোয়াইটওয়াশের চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার
চট্টগ্রামে র‌্যাবের অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
আগামী নির্বাচন হবে দেশের গণতান্ত্রিক ইতিহাসে মাইলফলক : শফিকুল আলম
মিয়ানমারে অভিযান থেকে বাঁচতে সহস্রাধিক লোকের থাইল্যান্ডে অনুপ্রবেশ
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফিরছেন ম্যাক্সওয়েল
রিজওয়ানের বিশ্ব রেকর্ড ভাঙলেন অস্ট্রিয়ার করণবীর
চট্টগ্রাম বাজারে শীতের সবজি, কমতে শুরু করেছে দাম 
১০