যুদ্ধের উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র : মাদুরো

বাসস
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১১:৩৮ আপডেট: : ২৫ অক্টোবর ২০২৫, ১৩:১৮

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৫ (বাসস) :  ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো শুক্রবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘যুদ্ধের উস্কানি’ দেওয়ার অভিযোগ এনেছেন। 

ক্যারিবীয় অঞ্চলে একটি বিমানবাহী রণতরী পাঠিয়ে সামরিক উপস্থিতি বাড়িয়েছে ওয়াশিংটন। মার্কিন এ পদক্ষেপের ফলে মাদুরো অভিযোগটি করেছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে মাদুরো বলেন, ‘তারা একটি নতুন চিরস্থায়ী যুদ্ধ তৈরি করছে। তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে আর কোনো যুদ্ধে জড়াবে না, অথচ এখন নিজেরাই যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে।’

পেন্টাগন শুক্রবার জানিয়েছে, ল্যাটিন আমেরিকায় মাদক পাচারকারী সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য ওয়াশিংটন একটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ মোতায়েন করছে। 
উদ্ভূত পরিস্থিতি যুদ্ধের আশঙ্কাকে আরও বাড়িয়ে তুলেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেপ্টেম্বর মাসে একটি সামরিক অভিযান শুরু করেন, যেখানে ১০টি এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান এবং ৮টি মার্কিন নৌযান অংশ নিচ্ছে। 

ট্রাম্প বলেন, এই অভিযান ‘মাদক-সন্ত্রাসীদের’ বিরুদ্ধে পরিচালিত হচ্ছে।

কমপক্ষে ১০টি নৌযানে পরিচালিত হামলায় এখন পর্যন্ত ৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। 

নিহতদের পরিবার ও সরকারের দাবি, তারা মূলত বেসামরিক নাগরিক ছিলেন, যাদের মধ্যে কিছু জেলে সাগরে মাছ ধরছিলেন।

ওয়াশিংটন বৃহস্পতিবার ঘোষণা করেছে, ভেনিজুয়েলার উপকূলের কাছে ট্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হবে।

বিবৃতিতে আরো বলা হয়, মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইউএসএস গ্র্যাভলি ২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত পোর্ট অব স্পেনে নোঙর করবে এবং যুক্তরাষ্ট্রের মেরিন সেনারা ট্রিনিদাদ ও টোবাগো প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যৌথ প্রশিক্ষণ পরিচালনা করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিশু সুরক্ষায় ‘শিশু আইন ২০১৩’ সংশোধন করা উচিত : সমাজকল্যাণ উপদেষ্টা
বাংলাদেশ ডাক আইন হালনাগাদ ও সংশোধন করা হচ্ছে : ফয়েজ আহমদ তৈয়্যব
সময়োপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে তৎপর বিএনপি : তারেক রহমান
রাজশাহী রেলওয়ে হাসপাতালে সর্বসাধারণের চিকিৎসা সেবা উদ্বোধন : টিকেট ১০ টাকা
সবার সম্মিলিত প্রচেষ্টায় শীতলক্ষ্যা নদী দূষণমুক্ত করা সম্ভব : পরিবেশ উপদেষ্টা
বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে : রেজিস্ট্রার জেনারেল 
ব্যারিস্টার জায়মা রহমানের জন্মদিনে দোয়া মাহফিল ও ফ্রি চিকিৎসাসেবা প্রদান
নভেম্বরের মাঝামাঝিতে দেশে ফিরছেন তারেক রহমান : এ্যানি 
মার্শালের সেঞ্চুরির পরও ২২১ রানে অলআউট ঢাকা
বিমান দুর্ঘটনার পর ব্ল্যাক বক্স খুঁজে পেয়েছে হংকং
১০