ভেনিজুয়েলার সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের ‘আজ্ঞাবহ’ সরকার প্রতিষ্ঠা মেনে নেবে না : প্রতিরক্ষামন্ত্রী

বাসস
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১৩:১১

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : ভেনিজুয়েলার সামরিক বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের ‘আজ্ঞাবহ’ কোনো সরকার প্রতিষ্ঠার যে কোনো প্রচেষ্টাকে প্রতিহত করবে। ভেনিজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী শুক্রবার  এ কথা বলেন। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

রাষ্ট্রীয় টেলিভিশনে মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো বলেন, ‘আপনারা যেভাবে খুশি ব্যাখ্যা করুন, সশস্ত্র বাহিনী এখানে এমন কোনো সরকার প্রতিষ্ঠা হতে দেবে না, যা যুক্তরাষ্ট্রের স্বার্থের অধীন হবে।’

তিনি জোর দিয়ে বলেন, ‘আর কখনও দাসত্ব মেনে নেব না। আমরা একটি স্বাধীন দেশ।’ ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক মোতায়েনের মধ্যে ওয়াশিংটন মাদক বিরোধী অভিযানের কথা বলছে। তবে কারাকাস সন্দেহ করছে যে এটি একটি অভ্যুত্থানের প্রস্তুতি।

পেন্টাগন শুক্রবার জানিয়েছে, তারা লাতিন আমেরিকায় মাদক পাচার দমনে একটি বিমানবাহী রণতরী যুদ্ধগোষ্ঠী মোতায়েন করছে। তবে এ অঞ্চলে মার্কিন সামরিক শক্তির এ বিপুল বৃদ্ধি মাদুরোর সরকারের প্রতি সম্ভাব্য হুমকির আশঙ্কা বাড়িয়েছে।

পাদ্রিনো বলেন, ‘আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। গত ১০০ বছরের মধ্যে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক হুমকি।’

মাদুরো সংলাপের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই এই অঞ্চলে নৌবাহিনীর জাহাজ ও গোপন যুদ্ধবিমানের একটি বহর রয়েছে এবং কথিত মাদক বহনকারী নৌকাগুলোতে হামলায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে ৪০ জনেরও বেশি লোক নিহত হয়েছে।

মানবাধিকার গোষ্ঠীগুলো বলেছে, লক্ষ্যবস্তু মাদক ব্যবসায়ী হলেও হামলা অবৈধ।

ট্রাম্প বলেছেন যে তিনি স্থলভাগে হামলার কথাও ভাবছেন। যার ফলে ভেনিজুয়েলা একাধিক সামরিক মহড়া শুরু করেছে।

মাকিন নেতা মাদুরোকে একটি মাদক কার্টেলের নেতৃত্ব দেওয়ার অভিযোগ করেছেন। এই অভিযোগ তিনি অস্বীকার করেছেন। আগস্ট মাসে, ওয়াশিংটন মাদুরোকে গ্রেফতারে তথ্যের জন্য পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করে ৫ কোটি  ডলারে উন্নীত করেছেন।

ভেনেজুয়েলার এই নেতার বিরুদ্ধে গত বছরের নির্বাচন কারচুপির অভিযোগ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রাণী সুস্থ থাকলে মানুষও নিরাপদ থাকবে : ফরিদা আখতার
স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালিত
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালে দোয়া ও নারী সমাবেশ অনুষ্ঠিত
বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত
সিলেটে সিএনজি-অটোরিকশায় নিরাপত্তা গ্রিল বাধ্যতামূলক : এসএমপি কমিশনার
রোহিঙ্গা ক্যাম্প থেকে লক্ষাধিক ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা নারী আটক 
নারায়নগঞ্জে গাড়িচালক ও হেলপারদের জন্য হচ্ছে আমব্রেলা একাউন্ট 
শিশু সুরক্ষায় ‘শিশু আইন ২০১৩’ সংশোধন করা উচিত : সমাজকল্যাণ উপদেষ্টা
বাংলাদেশ ডাক আইন হালনাগাদ ও সংশোধন করা হচ্ছে : ফয়েজ আহমদ তৈয়্যব
সময়োপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে তৎপর বিএনপি : তারেক রহমান
১০