রাশিয়ার হামলায় ইউক্রেনে আহত ৮

বাসস
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১৩:৪৮

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাশিয়া ইউক্রেনের রাজধানীতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার ওই হামলায় একাধিক জেলার ভবন ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কমপক্ষে আট ব্যক্তি আহত হয়েছে বলে জানা গেছে। 

কিয়েভ কর্তৃপক্ষ শনিবার এ তথ্য জানিয়েছে। 

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে বলেন, ‘রাজধানীতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরে ব্যালিস্টিক হামলা চালানো হয়েছে।’ 

তিনি অন্য এক পোস্টে বলেন, রাশিয়ার হামলায় রাজধানীতে ৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, ডেসনিয়ানস্কি ও ডারনিটস্কি জেলার অনাবাসিক ভবনগুলোতে ‘আগুন ভয়াবহভাবে’ ছড়িয়ে পড়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র। 

নগরীর সামরিক প্রশাসনের প্রধান টাইমুর তাকাচেঙ্কো বলেছেন,  ডিনিপ্রোভস্কি জেলাতেও ক্ষয়ক্ষতি হয়েছে। 
তিনি বলেন, রাশিয়ার ওই হামলায অনেকেই আহত হয়েছেন। 

যুদ্ধ চতুর্থ শীতে প্রবেশ করছে। পশ্চিমা মিত্ররা রাশিয়ার ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছে। এই চাপ বাড়ানোর চেষ্টার মাঝেই একটি নতুন আক্রমণের ঘটনা ঘটল।

শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মিত্রদের কিয়েভের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ক্ষমতা জোরদার করার আহ্বান জানিয়েছেন। ইইউ নেতারা আরও দুই বছরের জন্য ইউক্রেনের প্রতিরক্ষা তহবিলের জন্য পদক্ষেপ নেওয়ার একদিন পর এ হামলা চালানো হলো।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এই সপ্তাহে রাশিয়ার জ্বালানির ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। যার লক্ষ্য রাশিয়ার যুদ্ধ অর্থনীতিকে দুর্বল করে দেওয়া। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০