জাতিসংঘ গাজায় ‘কাজ বন্ধ করে দিয়েছে’: ব্রাজিল

বাসস
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১৬:১৭

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা শনিবার জাতিসংঘ এবং অন্যান্য বহুপাক্ষিক প্রতিষ্ঠানের সমালোচনা করে বলেছেন, তারা গাজায় ‘কাজ বন্ধ করে দিয়েছে’ এবং গাজা যুদ্ধের শিকারদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। 

কুয়ালালামপুর থেকে এএফপি এ খবর জানায়।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে সাক্ষাতের পর লুলা বক্তব্য রেখেছেন। গুরুত্বপূর্ণ একটি আঞ্চলিক শীর্ষ সম্মেলনের আগে ব্রাজিলের নেতা সম্ভবত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করবেন।
দুই দেশের মধ্যে সম্পর্ক আরো গভীর করার জন্য দ্বিপাক্ষিক বৈঠকের পর লুলা সাংবাদিকদের বলেছেন, ‘গাজা উপত্যকায় এত দিন ধরে যে গণহত্যা চলছে তা কে মেনে নিতে পারে?’।

লুলা বলেছেন, ‘এসব ঘটনাগুলো যাতে না ঘটে সেজন্য তৈরি করা বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলো কাজ বন্ধ করে দিয়েছে। এখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং জাতিসংঘ আর কাজ করছে না’।

লুলা ট্রাম্পের প্রতি তীব্র কটাক্ষ করে বলেছেন, ‘একজন নেতার জন্য নোবেল পুরস্কারের চেয়ে মাথা উঁচু করে হাঁটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

ট্রাম্প শুক্রবার এশিয়ার উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করেছেন এবং তার সফরের শেষ দিন বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় চীনা নেতা সি চিনপিংয়ের সাথে উচ্চ পর্যায়ের আলোচনা করবেন। 

তবে প্রথমে, মার্কিন প্রেসিডেন্ট রোববার থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরের সাক্ষী হবেন বলে আশা করা হচ্ছে। এই চুক্তিতে তিনি আংশিকভাবে মধ্যস্থতা করতে সহায়তা করেছিলেন।

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদোকে শান্তি পুরস্কার প্রদান এবং ট্রাম্পকে উপেক্ষা করার পর হোয়াইট হাউস এই মাসে নরওয়েজিয়ান নোবেল কমিটির তীব্র সমালোচনা করেছে।
জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে ট্রাম্প বারবার জোর দিয়ে বলেছেন, অসংখ্য সংঘাত নিরসনে তার ভূমিকার জন্য তিনি নোবেল পাওয়ার যোগ্য। কিন্তু পর্যবেক্ষকরা বলছেন, তার এই দাবিটি একেবারে অতিরঞ্জিত।

এদিকে, ট্রাম্পের মিত্র অতি-ডানপন্থী সাবেক ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিচার এবং দোষী সাব্যস্ত হওয়ার বিষয়ে কয়েক মাস ধরে চলা বিবাদের পর ট্রাম্প এবং লুলা তাদের মতপার্থক্য মিটিয়ে ফেলতে শুরু করেছেন।

ট্রাম্প ব্রাজিলের অনেক পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন এবং সুপ্রিম কোর্টের একজন শীর্ষ বিচারকসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। 

২০২২ সালের নির্বাচনে লুলার কাছে হেরে যাওয়ার পর একটি ব্যর্থ অভ্যুত্থানে ভূমিকা রাখার জন্য ব্রাজিলের সুপ্রিম কোর্ট সেপ্টেম্বরে বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড দেয়।

কিন্তু সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে ৭৯ বছর বয়সী দুই নেতার একটি সংক্ষিপ্ত বৈঠকের পর ট্রাম্প এবং লুলার মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়।

এরপর তারা ৬ অক্টোবর ফোনে কথা বলেছেন এবং প্রথমে আসিয়ান শীর্ষ সম্মেলনে সাক্ষাতের সম্ভাবনা উত্থাপন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে : রেজিস্ট্রার জেনারেল 
ব্যারিস্টার জায়মা রহমানের জন্মদিনে দোয়া মাহফিল ও ফ্রি চিকিৎসাসেবা প্রদান
নভেম্বরের মাঝামাঝিতে দেশে ফিরছেন তারেক রহমান : এ্যানি 
মার্শালের সেঞ্চুরির পরও ২২১ রানে অলআউট ঢাকা
বিমান দুর্ঘটনার পর ব্ল্যাক বক্স খুঁজে পেয়েছে হংকং
ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য সঠিক জরিপ অপরিহার্য : ভূমি সচিব
জমকালো আয়োজনে লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৪, আহত ২০
জয় ও ইয়াসিরের সেঞ্চুরিতে বড় সংগ্রহ চট্টগ্রামের
জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন : এলডিসি উত্তরণে বিশেষ সহায়তায় আঙ্কটাডকে ম্যান্ডেট প্রদান
১০