যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন পুতিনের দূত

বাসস
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১৮:৫৩

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাশিয়ার শীর্ষ অর্থনৈতিক মধ্যস্থতাকারী কিরিল দিমিত্রিভ শুক্রবার বলেছেন, তিনি আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। মস্কোর দু’টি বৃহত্তম তেল কোম্পানির ওপর ওয়াশিংটন নিষেধাজ্ঞা জারি করার দু’দিন পর যুক্তরাষ্ট্রে গেলেন তিনি।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এমন এক সময়ে তিনি যুক্তরাষ্ট্র সফর করছেন, যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি যুক্তরাষ্ট্রের হতাশা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং প্রায় চার বছর ধরে চলমান ইউক্রেন সংঘাতে যুদ্ধবিরতিতে সম্মত হতে মস্কো অস্বীকৃতি জানাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুদাপেস্টে পুতিনের সঙ্গে সম্ভাব্য আলোচনা বাতিল করে এই সপ্তাহের শুরুতে বলেছেন, তিনি অকার্যকর কোনো বৈঠক করতে চান না।

পুতিনের এই শীর্ষ অর্থনৈতিক দূত কিরিল দিমিত্রিভ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ বলেছেন, ওয়াশিংটন-মস্কো সংলাপ অব্যাহত রাখার জন্য যুক্তরাষ্ট্রে এসেছি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমন্ত্রণের ভিত্তিতে কিছুক্ষণ আগেই এই সফরের সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি রাশিয়ার বার্তা সংস্থাকে বলেছেন, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি ইউক্রেন যুদ্ধের বিষয়ে রাশিয়ার অবস্থান জানাবেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস তাকে উদ্ধৃত করে বলেছে, দুর্ভাগ্যবশত ইউক্রেন প্রয়োজনীয় সংলাপ ব্যাহত করছে এবং ব্রিটিশদের অনুরোধে, ইউরোপীয়দের অনুরোধে আবারো তা করছে।

রাশিয়া বরাবরই যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহী রেলওয়ে হাসপাতালে সর্বসাধারণের চিকিৎসা সেবা উদ্বোধন : টিকেট ১০ টাকা
সবার সম্মিলিত প্রচেষ্টায় শীতলক্ষ্যা নদী দূষণমুক্ত করা সম্ভব : পরিবেশ উপদেষ্টা
বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে : রেজিস্ট্রার জেনারেল 
ব্যারিস্টার জায়মা রহমানের জন্মদিনে দোয়া মাহফিল ও ফ্রি চিকিৎসাসেবা প্রদান
নভেম্বরের মাঝামাঝিতে দেশে ফিরছেন তারেক রহমান : এ্যানি 
মার্শালের সেঞ্চুরির পরও ২২১ রানে অলআউট ঢাকা
বিমান দুর্ঘটনার পর ব্ল্যাক বক্স খুঁজে পেয়েছে হংকং
ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য সঠিক জরিপ অপরিহার্য : ভূমি সচিব
জমকালো আয়োজনে লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৪, আহত ২০
১০