রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩

বাসস
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৪:১৪

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাশিয়া রাতে  ইউক্রেনের  রাজধানী কিয়েভে ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার ওই ড্রোন হামলায় তিন ব্যক্তি নিহত এবং অনেকেই আহত হয়েছে বলে জানা গেছে।  

কিয়েভের মেয়র আজ রোববার এ তথ্য জানিয়েছেন।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান আজ সকালে জানিয়েছেন, রাশিয়া কিয়েভ শহরে ড্রোন হামলা চালাচ্ছে। তাই শহরের মানুষকে ‘আশ্রয়কেন্দ্রে থাকার’ জন্য সতর্ক করেছেন তিনি। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, ‘প্রাথমিক তথ্য অনুসারে রাশিয়ার হামলায় তিন জন নিহত এবং ২৭ জন আহত হয়েছে বলে জানা গেছে।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক বার্তায় লিখেছেন, আহতদের মধ্যে ছয় জন শিশুও রয়েছে। 

ভিটালি আরো বলেন, ড্রোনের টুকরো উত্তর-পূর্ব ডেসনিয়ানস্কি জেলার একটি নয়তলা আবাসিক ভবনে পড়েছে। ফলে বেশ কয়েকটি তলার অ্যাপার্টমেন্টে আগুন  লেগে যায়।

তিনি বলেন, একই জেলার নয় তলা বিশিষ্ট আরেকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ভবন থেকে পাঁচ জনকে উদ্ধার করা হয়েছে।

ক্লিটসকো বলেন, উত্তর ওবোলোনস্কি জেলার একটি ১৬ তলা আবাসিক ভবনে ড্রোনের টুকরো পড়েছে এবং অ্যাপার্টমেন্টটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানায়, কিয়েভে রাশিয়ার অন্যান্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় চার জন নিহত ও প্রায় ২০ জন আহত হওয়ার একদিন পর এই হামলা চালানো হল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২৭ তারিখের মধ্যে অক্টোবর মাসের এমপিও বিল প্রদানের নির্দেশ
আইভরি কোস্টের প্রেসিডেন্ট নির্বাচনের পর চতুর্থ মেয়াদে ওয়াত্তারা নির্বাচিত হবেন
জেলা প্রশাসকের কার্যালয়ে নাগরিক সেবা কেন্দ্র চালু করা হবে : ভূমি সচিব
টাইফয়েড টিকাদানে এগিয়ে ময়মনসিংহ বিভাগ
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে পে কমিশনে ইউট্যাবের স্মারকলিপি
কোর অব ইঞ্জিনিয়ার্সের কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান ও বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,২৪৩ মামলা
ব্রুকের দুর্দান্ত সেঞ্চুরির পরও নিউজিল্যান্ডের কাছে হারল ইংল্যান্ড
হাতি প্রতীকে ইসি’র নিবন্ধন পেল বাংলাদেশ রিপাবলিকান পার্টি
রাঙ্গামাটিতে এইচএসসি উত্তীর্ণদের সেনাবাহিনীর সংবর্ধনা 
১০