ইউক্রেনের ১৯৩টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

বাসস
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১২:১৯

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস): রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, এক রাতের মধ্যে ইউক্রেনের মোট ১৯৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে এসব হামলায় কমপক্ষে একজন নিহত হয়েছে।

মস্কো থেকে এএফপি এ খবর জানিয়েছে।

মন্ত্রণালয় টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে লিখেছে, ‘রোববার রাতে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভের ১৯৩টি ড্রোন ধ্বংস করেছে।’

সীমান্তবর্তী ব্রিয়ানস্ক অঞ্চলের গভর্নর আলেক্সান্ডার বোগোমাজ টেলিগ্রামে জানান, পোগার গ্রামে একটি মিনি বাসে ড্রোনের আঘাতে চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ যাত্রী।

রুশ সামরিক বাহিনী মোট ৪৭টি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন সীমান্তবর্তী ব্রিয়ানস্ক এলাকায়। এছাড়াও ৪০টি ভূপাতিত করেছে মস্কো অঞ্চলে। মন্ত্রণালয়ের তথ্যমতে, সেগুলোর অধিকাংশই রাজধানী লক্ষ্য করে ছোড়া হয়েছিল।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে পূর্ণাঙ্গ আক্রমণ শুরুর পর থেকে রাশিয়া বিশেষ করে ইউক্রেনের জ্বালানি নেটওয়ার্ক লক্ষ্য করে প্রায় নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। 

পাল্টা পদক্ষেপ হিসেবে, ইউক্রেনও রাশিয়ার তেল শোধনাগার এবং অন্যান্য জ্বালাপনি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০