দুর্লভ খনিজের সরবরাহ ‘নিরাপদ’ করার লক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের চুক্তি স্বাক্ষর

বাসস
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১১:০৬

ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৫ (এএফপি) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টোকিও সফরে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান মঙ্গলবার গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল খনিজ সরবরাহ 'নিরাপদ' করার লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

হোয়াইট হাউসের বরাত দিয়ে টোকিও থেকে বার্তাসংস্থা এএফপি খবর জানায়।

চীন বিরল মৃত্তিকার ওপর নিয়ন্ত্রণ কঠোর করার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ খনিজগুলোয় অ্যাক্সেস বাড়ানোর চেষ্টা করার সময় এই চুক্তি করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, চুক্তির উদ্দেশ্য হল ‘উভয় দেশকে গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল মৃত্তিকা সরবরাহ শৃঙ্খলের স্থিতিস্থাপকতা ও সুরক্ষা অর্জনে সহায়তা করা।’

এতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান ‘স্থায়ী চুম্বক, ব্যাটারি, অনুঘটক ও অপটিক্যাল উপকরণের মতো ডেরিভেটিভ পণ্যসহ গুরুত্বপূর্ণ খনিজ ও দুর্লভ মৃত্তিকার সরবরাহ শৃঙ্খলের ফাঁক পূরণের জন্য যৌথভাবে আগ্রহের প্রকল্পগুলো চিহ্নিত করবে।’

বিবৃতিতে আরো বলা হয়েছে যে, দুটি দেশ ‘সরকারি এবং বেসরকারি খাতের সহায়তা একত্রিত করার ইচ্ছা পোষণ করে।’

বেইজিং এই মাসে বিরল খনিজ শিল্পের ওপর ব্যাপক বিধিনিষেধ আরোপ করার ঘোষণা দেয়, যার ফলে ট্রাম্প প্রতিশোধ হিসেবে চীন থেকে আমদানির উপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেয়।

এর আগে এশিয়া সফরে ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেন, যা গুরুত্বপূর্ণ খনিজ পদার্থে মার্কিন প্রবেশাধিকার বৃদ্ধি করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফ্যাসিবাদের প্রথম মঞ্চায়ন ২০০৬ সালের ২৮ অক্টোবর : রিজভী
এআই ও গিগা প্রকল্পে বিনিয়োগের লক্ষে বিশ্বের ব্যবসায়ী নেতাদের সম্মেলন করছে সৌদি আরব
জীববৈচিত্র্যের ক্ষতি করে আধুনিকীকরণ বা উন্নয়ন করা উচিত নয় : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
কেউ এককভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে না : নাহিদ ইসলাম
বান্দরবানের ঘুমধুম সীমান্তে বিজিবি’র অভিযানে ৪ লাখ পিস ইয়াবা জব্দ 
নীলফামারীতে বিএনপি’র সদস্য সংগ্রহ অভিযান
১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২১তম ‘ড্র’ ২ নভেম্বর
কালামের সেঞ্চুরিতে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশ যুব দলের
আফগানিস্তানকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন তুর্কমেনিস্তান
২৮ অক্টোবর হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করার দাবি জামায়াত নেতাদের
১০