অস্ট্রেলিয়ার ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞা মেনে চলবে মেটা ও টিকটক

বাসস
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১১:৩৭

ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : প্রযুক্তি জায়ান্ট মেটা ও টিকটক মঙ্গলবার জানিয়েছে, তারা অস্ট্রেলিয়ার ১৬ বছরের নিচে সামাজিক মাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা মেনে চলবে। তবে তারা সতর্ক করে বলেছে, এই যুগান্তকারী আইন বাস্তবায়ন করা কঠিন হতে পারে।

অস্ট্রেলিয়া ১০ ডিসেম্বর থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের সরিয়ে দিতে বাধ্য করবে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বিশ্বজুড়ে নিয়ন্ত্রকরা যখন সোশ্যাল মিডিয়ার বিপদের সাথে লড়াই করছে, তখন অস্ট্রেলিয়ার ব্যাপক বিধিনিষেধ কার্যকর হতে পারে কিনা তা নিয়ে গভীর আগ্রহ রয়েছে।

টিকটক ও মেটা, ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান উভয়েই বলেছে যে এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন কঠিন হবে, তবে তারা তা মেনে চলতে রাজি।

মঙ্গলবার এক সিনেট শুনানিতে সংস্থাটির অস্ট্রেলিয়া নীতিনির্ধারক প্রধান এলা উডস-জয়েস বলেন, ‘সহজ করে বলতে গেলে, টিকটক আইন মেনে চলবে এবং আমাদের আইনগত বাধ্যবাধকতা পূরণ করবে।’

কাগজে-কলমে, নিষেধাজ্ঞাটি বিশ্বের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞাগুলোর মধ্যে একটি।

তবে কার্যকর হতে মাত্র এক মাসেরও বেশি সময় বাকি। অস্ট্রেলিয়া প্রয়োগকারী সংস্থা এবং সংস্থাগুলোর বাধ্যবাধকতা সম্পর্কিত মূল প্রশ্নগুলো পূরণ করার জন্য হিমশিম খাচ্ছে।

টিকটক সতর্ক করে বলেছে, এই বয়সভিত্তিক নিষেধাজ্ঞা অনাকাঙ্ক্ষিত পরিণতি ডেকে আনতে পারে।

উডস-জয়েস বলেন, এই নিষেধাজ্ঞা তরুণদের এমন অন্ধকার অনলাইন জগতে ঠেলে দেবে, যেখানে কোনো সুরক্ষা নেই।’

মেটার নীতি পরিচালক মিয়া গারলিক বলেন, সংস্থাটি এখনো ‘অসংখ্য চ্যালেঞ্জ’ মোকাবিলা করছে।

তিনি জানান, ১০ ডিসেম্বরের সময়সীমার মধ্যেই ১৬ বছরের নিচের কয়েক লাখ ব্যবহারকারীকে সরিয়ে ফেলতে কাজ করছে মেটা।

তিনি বলেন, ‘তবে এই অ্যাকাউন্টগুলো শনাক্ত ও অপসারণ করা এখনো ‘গুরুত্বপূর্ণ নতুন প্রকৌশল ও বয়স যাচাইকরণ চ্যালেঞ্জ’ তৈরি করছে।’ 

তিনি বলেন, ‘আমাদের দৃষ্টিতে মূল লক্ষ্য হলো আইন মেনে ১৬ বছরের নিচের ব্যবহারকারীদের সরিয়ে ফেলা।’

কর্মকর্তারা পূর্বে বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলোকে সমস্ত ব্যবহারকারীর বয়স যাচাই করতে হবে না। তবে অপ্রাপ্তবয়স্কদের সনাক্ত এবং নিষ্কিয় করার জন্য ‘যুক্তিসঙ্গত পদক্ষেপ’ নিতে হবে।

যেসব কোম্পানি এই আইন মানবে না, তারা সর্বোচ্চ ৪ কোটি ৯৫ লাখ অস্ট্রেলীয় ডলার (৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার) পর্যন্ত জরিমানার মুখে পড়তে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফ্যাসিবাদের প্রথম মঞ্চায়ন ২০০৬ সালের ২৮ অক্টোবর : রিজভী
এআই ও গিগা প্রকল্পে বিনিয়োগের লক্ষে বিশ্বের ব্যবসায়ী নেতাদের সম্মেলন করছে সৌদি আরব
জীববৈচিত্র্যের ক্ষতি করে আধুনিকীকরণ বা উন্নয়ন করা উচিত নয় : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
কেউ এককভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে না : নাহিদ ইসলাম
বান্দরবানের ঘুমধুম সীমান্তে বিজিবি’র অভিযানে ৪ লাখ পিস ইয়াবা জব্দ 
নীলফামারীতে বিএনপি’র সদস্য সংগ্রহ অভিযান
১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২১তম ‘ড্র’ ২ নভেম্বর
কালামের সেঞ্চুরিতে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশ যুব দলের
আফগানিস্তানকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন তুর্কমেনিস্তান
২৮ অক্টোবর হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করার দাবি জামায়াত নেতাদের
১০