ভিয়েতনামে রেকর্ড বৃষ্টিতে আকস্মিক বন্যা, সরানো হলো বাসিন্দাদের

বাসস
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১৭:৫২

ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস): ভিয়েতনামের হুয়ে শহরে রেকর্ড বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। আজ মঙ্গলবার দেশটির পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১ মিটারের বেশি বৃষ্টিপাতের কারণে হাজার-হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হয়েছে।

ভিয়েতনামের হুয়ে শহর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

হুয়ে শহরের তিনটি প্রধান আবহাওয়া কেন্দ্রের তথ্যানুসারে, গত রোববার থেকে সোমবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ দশমিক ৭ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি) রেকর্ড বৃষ্টিপাত হয়েছে।

এর আগে ১৯৯৯ সালে এক দিনে রেকর্ড শূন্য দশমিক ৯৯ মিটার বৃষ্টিপাত হয়েছিল।

এই সপ্তাহে হুয়ে শহরে অতিবৃষ্টির কারণে স্কুল বন্ধ করে দিতে হয়েছে।

পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, বড় ধরনের বন্যা ও ভূমিধসের ঝুঁকির কারণে গত শনিবার থেকে চারটি প্রদেশে ৮ হাজার ৬০০ জনেরও বেশি মানুষকে সরিয়ে স্কুল ও অন্যান্য সরকারি ভবনে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে।

হুয়ের ৫৬ বছর বয়সি বাসিন্দা ট্রান আন তুয়ান বলেন, এটি আমার দেখা সবচেয়ে বড় বন্যা। আমার বাড়িতে ১৯৯৯ সালের বন্যায় যে পরিমাণ পানি উঠেছিল, এবার তার চেয়ে প্রায় ৪০ সেন্টিমিটার বেশি পানি উঠেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুটির ও ক্ষুদ্র উদ্যোগ বিকাশে পিকেএসএফ-এর বিশেষ উদ্যোগ
সিলেটে ডেঙ্গুতে ২৭ দিনে আক্রান্ত ১১৩ জন
জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের পক্ষে বিএনপি: আমীর খসরু
চাঁদপুরে ট্রাফিক আইন লঙ্ঘন করায় জরিমানা, ৬টি গাড়ি জব্দ  
রাজস্ব আদায় বাড়াতে পিডিবি’র প্রায় ৩৩ লাখ প্রিপেইড মিটার স্থাপন 
চট্টগ্রামে ভাড়াটিয়া ফুল মিয়া হত্যা মামলার আরো ২ আসামি গ্রেপ্তার
এস আলমের ৪৬৯ একর জমি জব্দ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী মানসিক স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত
ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,০৪১
আসিয়ানের সভাপতির দায়িত্বে ফিলিপাইন
১০