
ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস): কেনিয়ার উপকূলীয় এলাকা থেকে যাত্রা করা একটি ছোট বিমান আজ বিধ্বস্ত হয়েছে। দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে থাকা ১২ জন আরোহীর সবার মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
নাইরোবি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ছোট আকারের বিমানটি পর্যটন কেন্দ্র দিয়ানি থেকে মাসাই মারা জাতীয় উদ্যানে অবস্থিত বিমানঘাঁটি কিচওয়া টেম্বোর দিকে যাত্রাকালে স্থানীয় সময় ভোর সাড়ে ৫ টায় বিধ্বস্ত হয়।
কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটিতে মোট ১২ জন আরোহী ছিল।
গত আগস্ট মাসে নাইরোবির উপকণ্ঠে এনজিও আমরেফ-এর একটি ছোট আকারের বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত এবং আরো দু’জন আহত হয়।