
ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : মার্কিন জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি) মঙ্গলবার রাতে জানিয়েছে, হারিকেন মেলিসা ক্যারিবিয়ান সাগরের ওপর দিয়ে গতি বাড়ার পাশাপাশি ক্যাটাগরি ৪ এর ঝড়ে পরিণত হয়েছে।
জ্যামাইকার কিংস্টন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
ঝড়টি জ্যামাইকা অতিক্রম করতে কয়েক ঘন্টা সময় নেয়, স্থলভাগের ওপর দিয়ে যাওয়ার ফলে বাতাসের তীব্রতা কমে যায় এবং সর্বোচ্চ ৫ স্তর থেকে ৩ নম্বর ক্যারিবিয়ান স্তরে নেমে আসে এবং আবার ৪ নম্বর স্তরে ফিরে আসে।
এনএইচসি তার সর্বশেষ পূর্বাভাসে বলেছে, ‘কিউবা, বাহামা ও বারমুডার কাছাকাছি পৌঁছানোর সময় মেলিসা একটি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবেই থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।