ব্রাজিলে মাদক বিরোধী অভিযানে নিহত ৬৪ 

বাসস
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১২:২০

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : ব্রাজিলের রিও ডি জেনেইরোর দরিদ্র এলাকাগুলোতে গতকাল মঙ্গলবার পুলিশ মাদক পাচারকারীদের ওপর এক অভিযান চালিয়েছে। পুলিশের ওই মাদক বিরোধী অভিযানে কমপক্ষে ৬৪ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

উত্তর রিওতে দুটি দরিদ্র এলাকা বা ফাভেলাসে ব্রাজিলের প্রধান মাদক পাচারকারী দলকে লক্ষ্য করে এ অভিযান পরিচালনা করা হয়। হেলিকপ্টার এবং ড্রোনের সহায়তায় প্রায় ২ হাজার ৫শ জন ভারী অস্ত্রধারী কর্মকর্তা এই অভিযানে অংশ নেয়।

অভিযান শুরু হওয়ার কয়েক ঘন্টা পরে মঙ্গলবার বিকেলে রিওর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের এলাকায় গুলিবর্ষণ শুরু হয়। ওই এলাকা থেকে আগুন এবং ধোঁয়া বের হতে দেখা যায়।

পুলিশের দাবি, দস্যুরা ড্রোন ব্যবহার করে পাল্টা আক্রমণ চালায়। এলাকার বাসিন্দারা বিভিন্ন জায়গায় আশ্রয়ের জন্য ছুটে যায়।

রাজ্যের গভর্নর ক্লডিও কাস্ত্রো কমপ্লেক্সো দা পেনহা এবং কমপ্লেক্সো দো আলেমাও ফাভেলাসে এই অভিযানকে রাজ্যের ইতিহাসের বড় অভিযান হিসেবে বর্ণনা করেছেন।

কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে, এই অভিযানের লক্ষ্য ছিল কম্যান্ডো ভার্মেলহো (রেড কমান্ড) নামক একটি গ্যাংকে সম্প্রসারিত হতে বাধা দেওয়া।

তিনি বলেন, এই অভিযানে ৬০ জন সন্দেহভাজন গ্যাং সদস্য নিহত হয়েছে ।

তার প্রশাসনের একটি সূত্র এএফপিকে জানিয়েছে যে চার পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দিনাজপুরে পরিবেশ দূষণ প্রতিরোধে করণীয় বিষয়ক সেমিনার
রাজাপ্রেমী ট্রাম্পকে দক্ষিণ কোরিয়ার রাজাদের সোনার মুকুট উপহার
যুবদলের উদ্যোগে ফেনীর ৫০০ শ্রমজীবী মানুষকে ১ টাকায় নিত্যপণ্য
লালমনিরহাটে দিন দিন কমছে দেশীয় মাছ 
‘জেন জি’ উত্যক্তকারীদের ভাষা বুঝতে এআই টুল বানাচ্ছে অস্ট্রেলীয় পুলিশ
নড়াইলে বিনামূল্যে বীজ ও সার পাচ্ছেন ৫ হাজারের বেশি কৃষক
যুক্তরাজ্য সফর সংক্রান্ত সরকারি চিঠির বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বিডা
রাজশাহীর হত্যা মামলার আসামি সাতক্ষীরায় গ্রেপ্তার
চীনে মার্কিন তৈরি এআই চিপ বিক্রির অনুমতি দিতে হবে : এনভিডিয়া প্রধান
সুনামগঞ্জে চতুর্থ ও পঞ্চম শ্রেণির মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
১০