ব্রাজিলে মাদক বিরোধী অভিযানে নিহত ৬৪ 

বাসস
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১২:২০

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : ব্রাজিলের রিও ডি জেনেইরোর দরিদ্র এলাকাগুলোতে গতকাল মঙ্গলবার পুলিশ মাদক পাচারকারীদের ওপর এক অভিযান চালিয়েছে। পুলিশের ওই মাদক বিরোধী অভিযানে কমপক্ষে ৬৪ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

উত্তর রিওতে দুটি দরিদ্র এলাকা বা ফাভেলাসে ব্রাজিলের প্রধান মাদক পাচারকারী দলকে লক্ষ্য করে এ অভিযান পরিচালনা করা হয়। হেলিকপ্টার এবং ড্রোনের সহায়তায় প্রায় ২ হাজার ৫শ জন ভারী অস্ত্রধারী কর্মকর্তা এই অভিযানে অংশ নেয়।

অভিযান শুরু হওয়ার কয়েক ঘন্টা পরে মঙ্গলবার বিকেলে রিওর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের এলাকায় গুলিবর্ষণ শুরু হয়। ওই এলাকা থেকে আগুন এবং ধোঁয়া বের হতে দেখা যায়।

পুলিশের দাবি, দস্যুরা ড্রোন ব্যবহার করে পাল্টা আক্রমণ চালায়। এলাকার বাসিন্দারা বিভিন্ন জায়গায় আশ্রয়ের জন্য ছুটে যায়।

রাজ্যের গভর্নর ক্লডিও কাস্ত্রো কমপ্লেক্সো দা পেনহা এবং কমপ্লেক্সো দো আলেমাও ফাভেলাসে এই অভিযানকে রাজ্যের ইতিহাসের বড় অভিযান হিসেবে বর্ণনা করেছেন।

কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে, এই অভিযানের লক্ষ্য ছিল কম্যান্ডো ভার্মেলহো (রেড কমান্ড) নামক একটি গ্যাংকে সম্প্রসারিত হতে বাধা দেওয়া।

তিনি বলেন, এই অভিযানে ৬০ জন সন্দেহভাজন গ্যাং সদস্য নিহত হয়েছে ।

তার প্রশাসনের একটি সূত্র এএফপিকে জানিয়েছে যে চার পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০