‘তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি নেই, এটা খুবই খারাপ’: ট্রাম্প

বাসস
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১২:৫৯

‘তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি নেই, এটা খুবই খারাপ’: ট্রাম্প

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, তার আর তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ‘অনুমতি নেই’।

তিনি যুক্তরাষ্ট্রের সংবিধানের এই নির্ধারিত সীমা মেনে নিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ট্রাম্প ও তার সমর্থকরা বারবার ৭৯ বছর বয়সী এই ব্যক্তির ২০২৮ সালের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

বিষয়টি তার শত্রুদের কাছ থেকে উদ্বেগ ও সমর্থকদের কাছ থেকে উল্লাস পেয়েছে।

ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে বলেন, ‘আমার কাছে আমার সর্বোচ্চ জরিপের সংখ্যা রয়েছে এবং আপনারা জানেন যে আমি যা পড়েছি, তার ওপর ভিত্তি করে আমার আর প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার কোন অনুমতি নেই। তাই দেখা যাক কী হয়। তবে এটা (তৃতীয়বার প্রতিদ্বন্দ্বিতা করতে না পারা) খুবই খারাপ।’

মার্কিন সংবিধান প্রেসিডেন্টদের দুই মেয়াদে সীমাবদ্ধ করেছে এবং ট্রাম্প জানুয়ারিতে তার দ্বিতীয় মেয়াদ শুরু করেন।

২০১৭ থেকে ২০২১ পর্যন্ত তার প্রথম মেয়াদ পালনকারী ট্রাম্প প্রায়শই উল্লেখ করেন যে সাংবিধানিক বিধিনিষেধ সত্ত্বেও তার সমর্থকরা তাকে তার বর্তমান মেয়াদের বাইরেও শাসন করার আহ্বান জানিয়েছেন।

রিয়েলিটি টিভির সাবেক এক তারকা সম্প্রতি ওভাল অফিসের একটি ডেস্কে ‘ট্রাম্প ২০২৮’ স্লোগান লেখা লাল টুপি প্রদর্শন করেছেন।

তবে ট্রাম্প এও বলেছেন, ‘আমাদের অনেক মহান মানুষ আছেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০