‘তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি নেই, এটা খুবই খারাপ’: ট্রাম্প

বাসস
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১২:৫৯

‘তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি নেই, এটা খুবই খারাপ’: ট্রাম্প

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, তার আর তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ‘অনুমতি নেই’।

তিনি যুক্তরাষ্ট্রের সংবিধানের এই নির্ধারিত সীমা মেনে নিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ট্রাম্প ও তার সমর্থকরা বারবার ৭৯ বছর বয়সী এই ব্যক্তির ২০২৮ সালের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

বিষয়টি তার শত্রুদের কাছ থেকে উদ্বেগ ও সমর্থকদের কাছ থেকে উল্লাস পেয়েছে।

ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে বলেন, ‘আমার কাছে আমার সর্বোচ্চ জরিপের সংখ্যা রয়েছে এবং আপনারা জানেন যে আমি যা পড়েছি, তার ওপর ভিত্তি করে আমার আর প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার কোন অনুমতি নেই। তাই দেখা যাক কী হয়। তবে এটা (তৃতীয়বার প্রতিদ্বন্দ্বিতা করতে না পারা) খুবই খারাপ।’

মার্কিন সংবিধান প্রেসিডেন্টদের দুই মেয়াদে সীমাবদ্ধ করেছে এবং ট্রাম্প জানুয়ারিতে তার দ্বিতীয় মেয়াদ শুরু করেন।

২০১৭ থেকে ২০২১ পর্যন্ত তার প্রথম মেয়াদ পালনকারী ট্রাম্প প্রায়শই উল্লেখ করেন যে সাংবিধানিক বিধিনিষেধ সত্ত্বেও তার সমর্থকরা তাকে তার বর্তমান মেয়াদের বাইরেও শাসন করার আহ্বান জানিয়েছেন।

রিয়েলিটি টিভির সাবেক এক তারকা সম্প্রতি ওভাল অফিসের একটি ডেস্কে ‘ট্রাম্প ২০২৮’ স্লোগান লেখা লাল টুপি প্রদর্শন করেছেন।

তবে ট্রাম্প এও বলেছেন, ‘আমাদের অনেক মহান মানুষ আছেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দিনাজপুরে পরিবেশ দূষণ প্রতিরোধে করণীয় বিষয়ক সেমিনার
রাজাপ্রেমী ট্রাম্পকে দক্ষিণ কোরিয়ার রাজাদের সোনার মুকুট উপহার
যুবদলের উদ্যোগে ফেনীর ৫০০ শ্রমজীবী মানুষকে ১ টাকায় নিত্যপণ্য
লালমনিরহাটে দিন দিন কমছে দেশীয় মাছ 
‘জেন জি’ উত্যক্তকারীদের ভাষা বুঝতে এআই টুল বানাচ্ছে অস্ট্রেলীয় পুলিশ
নড়াইলে বিনামূল্যে বীজ ও সার পাচ্ছেন ৫ হাজারের বেশি কৃষক
যুক্তরাজ্য সফর সংক্রান্ত সরকারি চিঠির বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বিডা
রাজশাহীর হত্যা মামলার আসামি সাতক্ষীরায় গ্রেপ্তার
চীনে মার্কিন তৈরি এআই চিপ বিক্রির অনুমতি দিতে হবে : এনভিডিয়া প্রধান
সুনামগঞ্জে চতুর্থ ও পঞ্চম শ্রেণির মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
১০