
ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস) : দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এর সঙ্গে বৈঠককে ‘বড় সফলতা’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি জানিয়েছেন, আগামী বছর এপ্রিল মাসে তিনি নতুন করে আলোচনার জন্য চীন সফরে যাবেন।
বার্তা সংস্থা এএফপি জানায়, ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, ‘আমি এপ্রিল মাসে চীন যাচ্ছি এবং এরপর তিনি (সি চিন পিং ) যুক্তরাষ্ট্রে আসবেন, সেটা ফ্লোরিডা, পাম বিচ বা ওয়াশিংটন ডিসি— যেখানেই হোক।
ট্রাম্প আরও বলেন, ‘বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত বৈঠকে আমরা অনেক বিষয় চূড়ান্ত করেছি।’ তিনি সি চিন পিংকে ‘অত্যন্ত শক্তিশালী একটি দেশের অসাধারণ নেতা’ হিসেবে প্রশংসা করেন।