কুপিয়ানস্কের দিকে অগ্রসর রাশিয়া: ইউক্রেনীয়দের দ্বিতীয় দখলের আশঙ্কা

বাসস
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১৩:৫৮

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস): বছরের পর বছর ধরে রাশিয়ার হামলায় বিধ্বস্ত, ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় কুপিয়ানস্কের দিগন্তরেখা বরাবর অবস্থিত নয় তলা ভবনগুলো এখন ‘কালো মোমবাতির মতো দাঁড়িয়ে আছে’ বলে স্মরণ করেন স্থানীয় ভিতালি বারদাস।

ইউক্রেনের বোরিভস্ক থেকে বার্তাসংস্থা এএফপি জানায়, ২০২২ সালে রাশিয়ার হামলার প্রথম দিনেই দখলে নেওয়া, তারপর কয়েক মাস পর এক অত্যাশ্চর্য পাল্টা হামলায় ইউক্রেনের পুনর্দখকৃত, লজিস্টিক হাবটি আবারও মস্কোর নজরে।

ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, বেসামরিক পোশাক পরিহিত রাশিয়ান সৈন্যরা উত্তর দিক থেকে হামলার জন্য এর রাস্তায় অনুপ্রবেশ করছে। মস্কো দাবি করেছে যে তারা নগরটি ঘিরে রেখেছে।

৫০ বছর বয়সী পৌর কর্মী বারদাসের সঙ্গে এএফপি একটি বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে দেখা করে। ‘রাশিয়া যদি আবার নগরীটি দখল করে তাহলে কী হতে পারে’ তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। বারদাসের মতোই সেখানে অন্যরাও সন্ত্রস্ত।

অধিকার গোষ্ঠী এবং ইউক্রেনীয় কর্তৃপক্ষের সংগৃহীত তথ্য অনুসারে, বেশিরভাগ জায়গার মতোই, মস্কোর বাহিনী কিয়েভকে সমর্থন করার সন্দেহে বেশ কিছুসংখ্যক বেসামরিক নাগরিককে আটক করে এবং পরে তাদের ওপর নির্যাতন চালায়।

বারদাস সাত মাস ধরে রাশিয়ার দখলদারিত্বের সময় নগরে অবস্থান করে আসছেন। তিনি বলেন, ‘তারা ২০১৪ সালে যারা যুদ্ধ করেছিল তাদের খোঁজ করে।’

তিনি বলেন, ‘ওরা ওদের ভীষণভাবে মারধর করে। আমি এটা শুনেছি, আমি এটা জানি। কারণ, ওখানে আমার কয়েকজন বন্ধু ছিল। আমি এটা নিয়ে ভাবতেও চাই না।’ এ সময় বারদাসের চোখে স্পষ্ট ভীতি লক্ষ্য করা যায়।

২০২২ সালের শরৎকালে পাল্টা হামলা চালিয়ে ইউক্রেন কুপিয়ানস্ক পুনরুদ্ধার করে ক্রেমলিনকে বিব্রত করে। তবে, কিয়েভের পশ্চিমা সমর্থকদের কাছ থেকে প্রশংসা অর্জন করে।

কিন্তু, ঠিক তিন বছর পর, রাশিয়ার বাহিনী আবারও তার দরজায়।

বারদাস হতাশ হয়ে বলেন, ‘আমি ভাবিনি যে এটি আবার হারিয়ে যাবে।’

অক্টোবরের প্রথম দিকে, নগরীর ধ্বংসাবশেষে বসবাসকারী আনুমানিক ৭৬০ জন বেসামরিক নাগরিকের মধ্যে তিনিও ছিলেন।

তিনি তার পুরো জীবন সেখানেই কাটিয়েছেন, কিন্তু রাশিয়া হামলা চালানের আগে কেমন ছিল তা তিনি সেভাবে মনে করতে পারছিলেন না।

তিনি বলেন, ‘এই তিন বছর পরে, মনে রাখা কঠিন। বেশিরভাগ ক্ষেত্রেই, এখন কেবল খারাপ জিনিসগুলোই মনে আসে।’

কুপিয়ানস্কের অদূরে সামনের অংশে পুনরায় সৈন্য সরবরাহ করার জন্য ‘হত্যা অঞ্চল’ (কিলিং ফিল্ড) অতিক্রম করার প্রস্তুতি নিচ্ছিলেন সৈনিক ভাদিম।

এ সময় অস্বস্তি নিয়ে তিনি জানান, প্রতিটি অভিযানই শেষ অভিযান বলে ধরে নিতেন তিনি।

নগরীটি মস্কোর কাছে কৌশলগত ও প্রতীকী উভয় অর্থেই গুরুত্বপূর্ণ।

ইউক্রেনীয় ড্রোন কমান্ডার ড্যান্ডি বলেন, ‘কুপিয়ানস্ক তাদের জন্য একটি লজিস্টিক হাব হয়ে উঠবে যদি তারা এটি দখল করে।’ 

তিনি আরো বলেন, ‘এটি একটি রাজনৈতিক লক্ষ্যবস্তুও, কারণ, এটি ইতোমধ্যেই দখল করা হয়েছে। তাদের এখন এক ধরনের জয় দেখাতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় নীতি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
ফ্রেমে ফ্রেমে অপরূপ পঞ্চগড়
মিছিলের প্রস্তুতিকালে ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ৩ জন গ্রেফতার
মিছিলের প্রস্তুতিকালে ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ৩ জন গ্রেফতার
‘কানেকশন্স থ্রু কালচার গ্র্যান্ট প্রোগ্রাম ২০২৫’ বিজয়ীদের নাম ঘোষণা করেছে ব্রিটিশ কাউন্সিল
বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান
রাজধানীর আদাবর থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ একজন গ্রেফতার
ঐতিহ্যবাহী ‘হ্যালোইন’ উৎসব আগামীকাল
যারা ফেব্রুয়ারির নির্বাচন চায় না, তারা জনগণের অধিকারবিরোধী শক্তি: এম এ মালিক
নতুন অঙ্গ প্রতিস্থাপন অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন : অঙ্গদান করতে পারবেন পরিবারের বাইরের দাতারাও
১০