রাশিয়ার হামলায় ইউক্রেনে আহত ১১

বাসস
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১৪:৪০

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস): রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে রাতে ১১ জন আহত হয়েছে এবং দেশের বেশিরভাগ অংশ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে, কর্তৃপক্ষ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

কিয়েভ থেকে বার্তাসংস্থা এএফপি জানায়, জাপোরিঝিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সামরিক প্রশাসনের প্রধান বলেন, নগরীটিতে রাশিয়া হামলা চালালে আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

টেলিগ্রামে ইভান ফেদোরভ বলেন, ‘জাপোরিঝিয়ায় শত্রুর হামলায় আহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে।’ ‘আহতদের মধ্যে তিন মেয়ে ও তিন ছেলে নিয়ে ছয়টি শিশু রয়েছে।’ আহত শিশুদের বয়স ৩ থেকে ৬ বছর।

ইউক্রেনের জ্বালানিমন্ত্রী স্বিতলানা গ্রিনচুক বলেন, ‘রাশিয়া আবারও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে বিশাল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।’

তিনি ফেসবুকে বলেন, যত তাড়াতাড়ি সম্ভব, উদ্ধারকারী, মেরামতকারী দল ও জ্বালানি বিশেষজ্ঞরা বিদ্যুৎ পুনরুদ্ধার এবং ক্ষয়ক্ষতির মূল্যায়ন শুরু করবেন। 

রাষ্ট্রীয় বিদ্যুৎ গ্রিড অপারেটর ইউক্রেনারগো জানিয়েছে, হামলার কারণে বেশিরভাগ ইউক্রেনীয় অঞ্চলে জরুরি বিদ্যুৎ বিভ্রাট জারি করা হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে তারা রাতে ১৭০টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে, যার মধ্যে ৪৮টি ইউক্রেন সীমান্তবর্তী ব্রায়ানস্ক অঞ্চলে এবং নয়টি মস্কো অঞ্চলে, যার মধ্যে ছয়টি রাজধানীর দিকে অগ্রসর হয়েছিল।

২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু করা পূর্ণ মাত্রার হামলার পাশাপাশি রাশিয়া প্রায় অবিরাম বিশেষ করে ইউক্রেনের জ্বালানি নেটওয়ার্কের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।

এদিকে রাশিয়ার তেল শোধনাগার ও অন্যান্য জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার মাধ্যমে ক্রমবর্ধমান প্রতিক্রিয়া জানিয়েছে ইউক্রেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে একটি চুক্তি নিশ্চিত করার চেষ্টা করছেন, তবে আলোচনায় খুব একটা অগ্রগতি হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০