ল্যুভর ডাকাতির তদন্তে ফ্রান্স : আরও ৫ জন সন্দেহভাজন গ্রেফতার

বাসস
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১৫:৪৩

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস) : চলতি মাসের ল্যুভর (ল্য ম্যুজে দ্যু লুভ্র) জাদুঘরের অলংকার ডাকাতির ঘটনায় ফরাসি পুলিশ এক মূল সন্দেহভাজনসহ আরো পাঁচ জনকে গ্রেফতার করেছে। 

প্যারিসের প্রসিকিউটর বৃহস্পতিবার এ তথ্য জানান।

মূল সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে লরে বেকুউ বলেন, ‘আমরা তাকে আমাদের নজরে রেখেছিলাম।’ 

তিনি আরও বলেন, আনুমানিক ১০২ মিলিয়ন ডলার মূল্যের লুটপাট হওয়া কোনো জিনিষই পাওয়া যায়নি।

ডিএনএ প্রমাণের ভিত্তিতে মূল সন্দেহভাজনকে চুরির সঙ্গে যুক্ত বলে শনাক্ত করা হয়েছে। 

বেকুউ বলেন, ওই মূল সন্দেহভাজন ব্যক্তি ১৯ অক্টোবরের ডাকাতির চার সদস্যের দলের একজন ছিল বলে ইঙ্গিত পাওয়া গেছে।

তিনি আরো বলেন, পুলিশ হেফাজতে থাকা অন্যান্য ব্যক্তি ঘটনাপ্রবাহ সম্পর্কে আমাদের আরো তথ্য দিতে পারেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বুধবার প্যারিস ও এর আশপাশের এলাকায়, বিশেষ করে ফরাসি রাজধানীর ঠিক বাইরের সেইন-সেন্ট-ডেনিস অঞ্চল থেকে এই পাঁচ জনকে আটক করা হয়।

প্রসিকিউটররা জানান,‘শনিবার আটক দুই সন্দেহভাজনকে বুধবার চুরি ও অপরাধমূলক ষড়যন্ত্রের  অভিযোগ করা হলে, তারা  অভিযোগ আংশিক স্বীকার করেছে।’ 
বিচারের আগে তাদের আটক রাখা হয়েছে।

বেশ ক’জন গোয়েন্দা চার জন চোরকে খুঁজছে, যারা জাদুঘরের প্রথম তলার গ্যালারিতে প্রবেশ করে আটটি মূল্যবান গয়না নিয়ে পালিয়ে যায়।

জাদুঘর থেকে চুরি যাওয়া এসব অলংকারের মধ্যে রয়েছে প্রথম নেপোলিয়নের স্ত্রী সম্রাজ্ঞী মেরি-লুইসকে দেওয়া একটি পান্না ও হীরার নেকলেস এবং প্রায় ২০০০ হীরা দিয়ে সজ্জিত সম্রাজ্ঞী ইউজেনির একটি মুকুট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০