
ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস) : চলতি মাসের ল্যুভর (ল্য ম্যুজে দ্যু লুভ্র) জাদুঘরের অলংকার ডাকাতির ঘটনায় ফরাসি পুলিশ এক মূল সন্দেহভাজনসহ আরো পাঁচ জনকে গ্রেফতার করেছে।
প্যারিসের প্রসিকিউটর বৃহস্পতিবার এ তথ্য জানান।
মূল সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে লরে বেকুউ বলেন, ‘আমরা তাকে আমাদের নজরে রেখেছিলাম।’
তিনি আরও বলেন, আনুমানিক ১০২ মিলিয়ন ডলার মূল্যের লুটপাট হওয়া কোনো জিনিষই পাওয়া যায়নি।
ডিএনএ প্রমাণের ভিত্তিতে মূল সন্দেহভাজনকে চুরির সঙ্গে যুক্ত বলে শনাক্ত করা হয়েছে।
বেকুউ বলেন, ওই মূল সন্দেহভাজন ব্যক্তি ১৯ অক্টোবরের ডাকাতির চার সদস্যের দলের একজন ছিল বলে ইঙ্গিত পাওয়া গেছে।
তিনি আরো বলেন, পুলিশ হেফাজতে থাকা অন্যান্য ব্যক্তি ঘটনাপ্রবাহ সম্পর্কে আমাদের আরো তথ্য দিতে পারেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
বুধবার প্যারিস ও এর আশপাশের এলাকায়, বিশেষ করে ফরাসি রাজধানীর ঠিক বাইরের সেইন-সেন্ট-ডেনিস অঞ্চল থেকে এই পাঁচ জনকে আটক করা হয়।
প্রসিকিউটররা জানান,‘শনিবার আটক দুই সন্দেহভাজনকে বুধবার চুরি ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ করা হলে, তারা অভিযোগ আংশিক স্বীকার করেছে।’
বিচারের আগে তাদের আটক রাখা হয়েছে।
বেশ ক’জন গোয়েন্দা চার জন চোরকে খুঁজছে, যারা জাদুঘরের প্রথম তলার গ্যালারিতে প্রবেশ করে আটটি মূল্যবান গয়না নিয়ে পালিয়ে যায়।
জাদুঘর থেকে চুরি যাওয়া এসব অলংকারের মধ্যে রয়েছে প্রথম নেপোলিয়নের স্ত্রী সম্রাজ্ঞী মেরি-লুইসকে দেওয়া একটি পান্না ও হীরার নেকলেস এবং প্রায় ২০০০ হীরা দিয়ে সজ্জিত সম্রাজ্ঞী ইউজেনির একটি মুকুট।